১২টি শ্রেষ্ঠ দোয়া সমূহ জেনে নিন
১২টি শ্রেষ্ঠ দোয়া সমূহ জেনে নিন। প্রিয় পাঠক, আপনি কি শ্রেষ্ঠ দোয়া সমূহ, ছোট দোয়া সমূহ, সবচেয়ে দামি দোয়া, কুরআনে বর্ণিত দোয়া সমূহ, প্রতিদিনের দোয়া সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে চান? আপনার উত্তর যদি হাঁ হয়, তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। আজকে আমরা আপনাকে দৈনন্দিন শ্রেষ্ঠ দোয়া সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন।
![]() |
শ্রেষ্ঠ দোয়া সমূহ |
প্রতিদিনের দোয়া ও আমল থেকে শুরু করে বিভিন্ন ছোট দোয়া, বিপদের দোয়া সহ বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ দোয়া সমূহ এখানে পাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সবচেয়ে দামি দোয়া, কুরআনে বর্ণিত দোয়া সমূহ ও শ্রেষ্ঠ দোয়া সমূহ সম্পর্কে বিস্তারিত।
শ্রেষ্ঠ দোয়া সমূহ
ইসলামে দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। জানুন সেই ১২টি শ্রেষ্ঠ দোয়া, যা শুধু মুখের উচ্চারণ নয় বরং অন্তরের প্রশান্তির উৎস। ইসলাম ধর্মে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। এই দোয়াকে ইবাদতের মগজ বলা হয়। মহান আল্লাহ তায়ালার কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত আর কোন কিছুই নেই। রোগ ব্যাধি, মানসিক দুশ্চিন্তা ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা ধরনের বিপদ-আপদে মানুষ বড়ই অসহায় হয়ে পড়ে। তখন তারা সৃষ্টিকর্তার কাছে এসব বিপদ আপদ থেকে মুক্তি পেতে চায়। কিন্তু কি দোয়া পড়ে প্রার্থনা করা উচিত তা হয়তো অনেকেই জানেন না। তাই আমরা আপনাদের জন্য শ্রেষ্ঠ দোয়া সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
মহান আল্লাহর নিকট দোয়া বা প্রার্থনা করা সম্পর্কে আল্লাহ তা'আলা নিজেই আল কুরআনে এরশাদ করেছেন,
*** وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
“তোমাদের প্রতিপালক ঘোষণা করেন—আমাকে ডাকো, আমি অবশ্যই তোমাদের প্রার্থনায় সাড়া দেব। আর যারা অহংকার করে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা অবমাননাকর অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে।” (সূরা গাফির/মু’মিন: আয়াত ৬০)
মানুষের ভাগ্য পরিবর্তনে দোয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাসূলুল্লাহ সাঃ বলেছেন,
“তাকদিরকে এড়িয়ে চলার চেষ্টা কখনোই ফলপ্রসূ হয় না। যা ঘটে গেছে কিংবা যা সামনে ঘটতে পারে—তা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো দোয়া। মানুষের সকল দুর্দশার মোকাবেলায় কিয়ামত পর্যন্ত দোয়া-ই হবে তার সবচেয়ে শক্তিশালী সহচর।” (তাবরানি আউসাত: ১৫১৯)
মহান আল্লাহর নামে শুরু করার দোয়া
ধর্মপ্রাণ মুসলমানগণ প্রতিমুহূর্তে মহান আল্লাহ তায়ালার নির্দেশ মোতাবেক ফরজ ইবাদত ও সুন্নত ইবাদত সহ বিভিন্ন রকম নফল ইবাদত পালন করে থাকেন। এ সকল ইবাদত শুরু করার পূর্বে তারা প্রথমেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে শুরু করে থাকেন।
আরবি উচ্চারণ:
**بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহির রাহমানির রাহিম**।
বাংলা অর্থ:
পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
সকাল ও সন্ধ্যায় পাঠ করার দোয়া
** হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি সকালে একশতবার এবং সন্ধ্যায় একশতবার سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ পড়বে, রোজ কিয়ামতের দিন তার চেয়ে উৎকৃষ্ট কিছু কেউ নিয়ে আসতে পারবে না। তবে সে ব্যক্তি ছাড়া -যে তার মত বলবে বা তার চেয়ে বেশি আমল করবে। (মুসলিম: হাদিস নং ২৬৯২)
আরবি উচ্চারণ:
**سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
বাংলা উচ্চারণ:
সুবহা-নাল্লা হি ওয়া বিহামদিহি**।
বাংলা অর্থ:
আমি মহান আল্লাহর প্রশংসার সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।
পিতা মাতার জন্য সন্তানের দোয়া
পিতা মাতা সন্তানের জন্য শ্রেষ্ঠ নেয়ামত। মহান আল্লাহ তায়ালা পিতা-মাতার সাথে সদ্ব্য-ব্যবহার করতে বলেছেন। তাদের মধ্যে কেউ একজন অথবা উভয়ে যদি জীবন দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে 'উঁহ' শব্দটি ও বলা যাবে না এবং তাদেরকে ধমক দিয়ে বা বল প্রয়োগ করে কথা বলা যাবে না। সম্পূর্ণ শিষ্টাচার পূর্ণ কথা ও ভালবাসার সাথে, নম্রতার সাথে মাথা নত করে আচরণ করতে হবে।
আরবি উচ্চারণ:
** رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرً
বাংলা উচ্চারণ:
রাব্বির হামহুমা কামা রাব্বাঈয়ানি সাগিরা**।
বাংলা অর্থ:
হে আল্লাহ! আমার পিতা-মাতার প্রতি আপনি সেই ভাবে সদয় হোন, তাঁরা শৈশবে আমাকে যেমন স্নেহ, মমতা দিয়ে লালন পালন করেছেন। (সূরা বনি ইসরাইল: আয়াত নং ২৪)
শয়তান থেকে সুরক্ষা ও দশজন দাস মুক্তির সমান সওয়াবের দোয়া
হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাঃ বলেছেন,
"যে ব্যক্তি নিচের দোয়াটি পাঠ করবে, সেদিন সন্ধ্যা পর্যন্ত এটা তার জন্য শয়তান থেকে সুরক্ষা হবে। আর যে ব্যক্তি এই দোয়াটি দিনে একশতবার বলবে, এটা তার জন্য ১০ জন দাসমুক্তির অনুরূপ হবে এবং তার জন্য একশত সওয়াব লেখা হবে। সেই ব্যক্তি যে সাওয়াব পাবে, আর কেউ তার চেয়ে উত্তম সওয়াব পাবে না; তবে হ্যাঁ, কেউ যদি তার চেয়ে বেশি আমল করে, সে পাবে"। (বুখারী: হাদিস নং ৬০৪০)
আর যদি সন্ধ্যায় উপনীত হলে এই বাক্যগুলো পড়ে, তাহলে সকাল হওয়া পর্যন্ত সেই ব্যক্তি সম পর্যায়ের সওয়াব পাবে। (আবু দাউদ: হাদিস নং ৫০৭৭)
![]() |
শ্রেষ্ঠ দোয়া সমূহ |
আরবি উচ্চারণ:
***لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
বাংলা উচ্চারণ:
*** লা - ইলাহা ইল্লালাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়ালা হুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি সায়্যিন ক্বাদীর***।
বাংলা অর্থ:
এক আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই। তাঁর কোন শরীক নেই।। তাঁরই রাজত্ব। সমস্ত প্রশংসা তাঁর। তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।
সু-সন্তান লাভের দোয়া
মহান আল্লাহ তায়ালার দেওয়া নেয়ামত গুলোর মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হল সন্তান। দয়াময় মহান আল্লাহ যাকে চান কেবলমাত্র তাকেই সন্তান দান করেন। আল্লাহ ব্যতীত কেউ সন্তান দিতে পারেন না। তাই একমাত্র মহান আল্লাহ তায়ালার কাছেই সন্তান চাইতে হবে। চলুন সু সন্তান লাভের দোয়া সম্পর্কে জেনে নিই।
আরবি উচ্চারণ:
***رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
বাংলা উচ্চারণ:
রাব্বি হাবলি মিনাস সালেহীন***।
বাংলা অর্থ:
হে আমার পালনকর্তা! আমাকে নেককার সৎ কর্মশীল সন্তান দান করুন।
উত্তম জীবনসঙ্গী লাভের দোয়া
মহান আল্লাহ তায়ালা প্রত্যেক বান্দার জন্য তার জীবন সঙ্গী নির্ধারিত করে রেখেছেন। তাই উত্তম জীবনসঙ্গী লাভের জন্য আমাদের মহান আল্লাহর নিকট দোয়া করা উচিত। যেন পরহেজগার এবং পরকালের মুক্তির জন্য সহযোগী হিসেবে জীবনসঙ্গী লাভ করতে পারি। উত্তম জীবনসঙ্গী লাভের ব্যাপারে মহান আল্লাহ তায়ালা আল কুরআনে স্পষ্ট উল্লেখ করেছেন।
বাংলা উচ্চারণ:
*রব্বানা হাবলানা মিন আজওয়া - জিনা ওয়া যুররিইয়া - তিনা, কুররাতা আ'ইউনি ওয়াজ'আলনা লিল মুত্তাকীনা ইমা-মা**।
বাংলা অর্থ:
হে আমাদের প্রতিপালক! আমাদের জন্যে এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন, যারা হবে আমাদের চোখ জুড়ানো আর আপনি আমাদেরকে মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য করুন। (সুরা ফুরকান: আয়াত নং ৭৪)
বালা মুসিবত থেকে রক্ষার দোয়া (দোয়া ইউনুস)
দুনিয়াবী বিভিন্ন রকম বিপদ-আপদ থেকে পরিত্রাণের জন্য পবিত্র আল-কোরআন এবং রাসূলুল্লাহ সাঃ এর হাদীসে কিছু দোয়া ও আমলের কথা বর্ণনা করা হয়েছে। হযরত আনাস রাঃ হতে বর্ণিত তিনি বলেন,
'যখন রাসূলুল্লাহ সাঃ এর ওপর কোন কাজ কঠিন হয়ে দেখা যেত, তখন তিনি দোয়া ইউনুস দোয়াটি পড়তেন'। (তিরমিজি মিশকাত: হাদিস নং ২৪৫৪)
অন্য এক হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
“নবী ইউনুস (আঃ) মাছের পেটের আঁধারে আল্লাহর দরবারে এ দোয়া করেছিলেন, আর আল্লাহ তাঁকে মুক্তি দান করেন। একজন মুমিন বিপদ-আপদে এই দোয়া পাঠ করলে মহান আল্লাহ তাঁর দোয়া কবুল করেন।” (আহমাদ, তিরমিজি, মিশকাত: হাদিস নং ২২৯২)
আরবি উচ্চারণ:
***لَّا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
বাংলা উচ্চারণ:
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জলিমিন**।
বাংলা অর্থ:
হে প্রভু! তুমি ছাড়া কোন উপাস্য নেই। তুমি মহাপবিত্র। আমি পাপী। আমি গুনাহগার। আমাকে ক্ষমা করো। (সূরা আম্বিয়া: আয়াত নং ৮৭)
এই দোয়া ইউনুসটি কমপক্ষে ১০০ বার পাঠ করা সহ আরও তিনটি সূরা ১০০ বার করে পড়া যেতে পারে। তাহলে দুনিয়াবী সকল বালা মসিবত থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। অবশ্য তিনটি সুরার মধ্যে রয়েছে সূরা ফালাক, সূরা নাস ও আয়াতুল কুরসি।
আরো পড়ুন:
বিপদ থেকে মুক্তি চেয়ে দোয়া
আমাদের চলমান জীবনে অনেকেই হঠাৎ করে বিভিন্ন বিপদ-আপদে পড়ে থাকে। মানুষ সাধারণত বিপদে পড়লে মহান আল্লাহর কাছে তার প্রিয় কৃতকর্মের জন্য ক্ষমাপ্রার্থনা করে দোয়ার মাধ্যমে সাহায্য চেয়ে থাকেন। এ ব্যাপারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
'হঠাৎ কোন বিপদ-আপদ ও দুর্ঘটনা থেকে নিরাপদ থাকার জন্য যে ব্যক্তি সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে পৃথিবীর কোন কিছুই তার কোন ধরনের ক্ষতি করতে পারবে না'। (আবু দাউদ, তিরমিজি: হাদিস নং ৩৩৮৮)
দোয়াটির বাংলা উচ্চারণ:
বিসমিল্লা- হিল্লাজি লা ইয়াদুররু মা আসমিহি শাইয়ান ফিল আরদি, ওয়ালা ফিস সামায়ি, ওয়াহুয়াস সামিউল আলিম***।
বাংলা অর্থ:
আমি সেই মহান আল্লাহর নামে শুরু করছি, যার নামে শুরু করলে আকাশ-জমিনের কোন কিছুই ক্ষতি করতে পারে না। প্রকৃতপক্ষে তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।
কঠিন রোগ থেকে মুক্তি চেয়ে দোয়া
আমরা মাঝে মধ্যে কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকি। তখন কোন ওষুধ চিকিৎসা দিয়েও কোন প্রতিকার না পেয়ে থাকলে মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করে দোয়া করে থাকি। হযরত আনাস রাঃ থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ থেকে মুক্তির আশ্রয় চেয়ে নিচের এই দোয়া করতেন।
দোয়াটির বাংলা উচ্চারণ:
*** আল্লাহুম্মা ইন্নি * আউজুবিকা মিনাল বারসি, ওয়াল জুনুনি - ওয়াল জুজামি ওয়া মিন * ছাইয়্যি ইল আস-কম***।
দোয়াটির বাংলা অর্থ:
হে আল্লাহ! অবশ্যই আমি আপনার নিকট ডাবল, উন্মাদ, কুষ্ঠ রোগ এবং সকল প্রকার মারাত্মক ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। (আবু দাউদ ২/৯৩, সহিহ তিরমিজি ৩/১৮৪, সহিহ নাসাঈ ৩/১১১৬)
ঋণ থেকে মুক্তির দোয়া
অনেকেই জীবন জীবিকার তাগিদে ঋণগ্রস্ত হয়ে পড়েন। তখন নানারকম দুশ্চিন্তা ও সামাজিক নিরাপত্তা হীনতায় ভোগে থাকেন। এ সময় মহান আল্লাহর কাছে ঋণ মুক্তির দোয়া চেয়ে প্রার্থনা করে থাকেন। তাই নিচের ঋণমুক্তির দোয়া টি উল্লেখ করা হলো।
আরবি উচ্চারণ:
***اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
বাংলা উচ্চারণ:
*আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনা'ল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আঊযু বিকা মিনাল আজযি ওয়াল কাসালি, ওয়া আঊযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আঊযু-বিকা মিন দ্বালায়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-ল**।
বাংলা অর্থ:
হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি- দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে। (বুখারী: হাদিস নং ২৮৯৩)
জ্ঞান বৃদ্ধির দোয়া
সন্তান-সন্ততির জ্ঞান বৃদ্ধির জন্য আমরা অনেকেই মহান আল্লাহর কাছে দোয়া করে থাকে। আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত করে সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে, সমাজের সেবা করতে পারে এই উপলক্ষে আমরা দোয়া করি। চলুন জ্ঞান বৃদ্ধির দোয়া সম্পর্কে জেনে নেই।
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মান ফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন না-র***।
বাংলা অর্থ:
“হে আল্লাহ! আপনি যে জ্ঞান আমাকে দান করেছেন, তা দ্বারা আমার উপকার সাধন করুন। আমার জন্য যা কল্যাণকর, তা আমাকে শিখিয়ে দিন এবং আমার ইলম বৃদ্ধি করুন। আর আমাকে জাহান্নামের মানুষের অবস্থা থেকে নিরাপদ রাখুন, আমি আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করছি।” (তিরমিজি: ৩৫৯৯, ইবনে মাজাহ: ২৫১)
জানা-অজানা শিরক থেকে মুক্তির দোয়া
আমরা অনেক সময় জেনে বা না জেনে মহান আল্লাহর সমকক্ষ বা শিরক করে থাকি। আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন কিন্তু শিরকের মত গুরুতর গুনাহ মাফ করেন না। তারপরও আমরা যদি ভুল স্বীকার করে তওবা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, তাহলে তিনি আমাদের শিরকের গুনাহ থেকে হয়তোবা মাফ করতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, জানাও অজানা শিরক থেকে বাঁচার দোয়া।
আরবি উচ্চারণ:
***ااَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ اَنْ أشْرِكَ بِكَ وَاَنَا أَعْلَمُ وَاَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন আশরিকা বিকা, ওয়া আনা আ'লামু, আস্তাগফিরুকা লিমা লা আ'লামু***।
বাংলা অর্থ:
হে আল্লাহ! আমি স্বজ্ঞানে আপনার সঙ্গে শিরক করা থেকে আপনারই আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত, তা থেকেও আপনার কাছে ক্ষমা চাই। (আল আদাবুল মুফরাদ: ৫৫১)
আরো পড়ুন:
সর্বশেষ কথা - শ্রেষ্ঠ দোয়া সমূহ
দুনিয়াবী সকল ব্যস্ততা ও গুনাহের কাজ থেকে বিরত থেকে পাক-পবিত্র হয়ে বেশী বেশী ইবাদত ও দোয়ায় মগ্ন থাকলে মহান আল্লাহ তাঁর বান্দাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ মেনে চললে এবং তার ওপর নাজিলকৃত মহাগ্রন্থ আল কুরআন এর নির্দেশনা গুলো মেনে চললে আখেরাতে এবং দুনিয়াতেও নিশ্চিতভাবে সফলকাম হওয়া সম্ভব। তবে ক্ষণস্থায়ী দুনিয়ার চেয়ে পরকালের দুনিয়া বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বেশি বেশি ইস্তেগফার পাঠ করে উপরের উল্লেখিত দোয়াগুলো আমল করলে মহান আল্লাহ তাঁর বান্দার উপর খুশি হয়ে দোয়া কবুল করতে পারেন। আশা করি শ্রেষ্ঠ দোয়া সমূহ শিরোনামে লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। আপনি লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে অনুগ্রহ করে শেয়ার করুন যেন আপনার বন্ধু-বান্ধবও উপকৃত হতে পারেন। উপরের আমল গুলো নিয়মিত পালন করার তৌফিক আল্লাহ যেন সবাইকে দেন-আমিন। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url