সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে বিস্তারিত
সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে বিস্তারিত। আপনি কি পুত্র সন্তান লাভের দোয়া, কন্যা সন্তান লাভের দোয়া, জমজ সন্তান লাভের দোয়া, দ্রুত সন্তান লাভের দোয়া, সুস্থ-সবল সন্তান লাভের দোয়া, পুত্র সন্তান লাভের কৌশল ও নেক সন্তান লাভের দোয়া সম্পর্কে জানতে চান? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আজকের সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে বিস্তারিত লেখাটি মনোযোগ সহকারে পড়ুুন।
সন্তান হল মহান আল্লাহ তায়ালার সবচেয়ে বড় নেয়ামত। দয়াময় মহান আল্লাহ যাকে চান কেবলমাত্র তাকেই সন্তান দান করেন। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। সুতরাং আল্লাহর কাছেই সন্তান চাইতে হবে। তাহলে চলুন বন্ধুরা সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
সন্তান লাভের দোয়া ও আমল
আমাদের সমাজে দেখা যায় অনেক দম্পতির বিয়ের কয়েক বছর হওয়ার পরও সন্তান লাভে ব্যর্থ হন। হলে তারা বিভিন্ন রকম চিকিৎসা করার পরও সন্তান না হলে হতাশাগ্রস্থ হয়ে পড়েন। তখন তারা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকেন। অথচ মহান আল্লাহ তায়ালার কাছে সন্তান চাওয়া সবচেয়ে উত্তম। অনেক নতুন দম্পতি এবং যারা নিসন্তান, তারা সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে বিস্তারিত জানতে চান।তাই তাদের কথা বিবেচনা করে এখানে ৮টি আমল বা দোয়ার কথা বিস্তারিত উল্লেখ করা হলো।
- সন্তান হওয়ার দোয়া ও আমল।
- সন্তান লাভের কোরআনী আমল।
- পুত্র সন্তান লাভের দোয়া ও আমল।
- সন্তান লাভের আমল।
- ছেলে সন্তান লাভের আমল।
- সন্তান লাভের জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করব।
- সহবাসের সময় দোয়া করা।
- আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া।
সন্তান হওয়ার দোয়া ও আমল
যাদের সন্তান-সন্ততি হয় না, তাদের জন্য মহান আল্লাহ তায়ালা আল কুরআনে দোয়ার মাধ্যমে তাঁর মুমিন বান্দাদের নিকট জানিয়ে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো -তারা নেককার ও পরহেজগার স্ত্রী-সন্তানদের জন্য দোয়া করেন। যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন তারা কোরআনে বর্ণিত আমলটি বা দোয়াটি করতে পারেন। ইনশাআল্লাহ, মহান আল্লাহ তায়ালা আপনাকে নেককার সন্তান দিয়ে সুখী করবেন। নিচে দোয়াটি উল্লেখ করা হলো।
আরবি উচ্চারণ:
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
বাংলা উচ্চারণ:
রাব্বানা - হাবলানা মিন আয্ ওয়াজ্বিনা ওয়া যুররিয়্যা তিনা কুররাতা আইয়ুন, ওয়া জা'আলনা লিল মুত্তাকিনা ইমামা।
বাংলা অর্থ:
হে আল্লাহ! আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে আল্লাহভীরুদের জন্য আদর্শ স্বরূপ দান করুন। (সুরা ফুরকান: আয়াত নং ৭৪)
সন্তান লাভের কোরআনী আমল
আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। তাই মহান আল্লাহর কাছেই সন্তান চাইতে হবে। সন্তান লাভের আমল হিসাবে মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদেরকে বেশ কয়েকটি সূরার মাধ্যমে আল কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন,
"তিনি যাকে চান কন্যা দেন ও যাকে চান পুত্র দেন। অথবা পুত্র ও কন্যা উভয় মিলিয়ে দেন। আবার যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান"। (সূরা আশ শুরা: আয়াত নং ৪৯-৫০)
তাছাড়া আল-কোরআনের সূরা সাফফাত এ মহান আল্লাহ তা'য়ালা বলেন,
আরবি উচ্চারণ:
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
বাংলা উচ্চারণ:
'রাব্বি হাবলি মিনাস সলিহিন'
বাংলা অর্থ:
হে আমার প্রতিপালক! আমাকে এক সুপুত্র দান করুন। (সুরা সাফফাত: আয়াত নং ১০০)
আল্লাহর নবী ও মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আঃ আল্লাহর নিকট এক সুপুত্র সন্তানের জন্য এই দোয়াটি করেছিলেন। আল্লাহতালা তাঁর দোয়া কবুল করেন এবং সুপুত্র হিসেবে নবী হযরত ইসমাইল আঃ কে সন্তান হিসেবে দান করেন। যারা নেক পুত্র সন্তান আশা করেন, তারা নামাজের পর মোনাজাতে এবং হাঁটতে-চলতে ছোট্ট এই দোয়াটি পাঠ করতে বা আমল করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে একটি সুপুত্র দান করবেন ইনশাআল্লাহ।
পুত্র সন্তান লাভের দোয়া ও আমল
পুত্র সন্তান লাভের জন্য হযরত জাকারিয়া আঃ ও হযরত ইব্রাহিম আঃ দুজনেই বৃদ্ধ বয়সে মহান আল্লাহর শরণাপন্ন হয়েছিলেন। তারা দুজনেই মহান আল্লাহ তায়ালার নিকট সন্তান লাভের করুণা চেয়েছেন এবং মহান আল্লাহ তায়ালা তাদের দোয়া কবুল করে সন্তান দান করেছিলেন। এতে বোঝা যায়, নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সব সময়ই জ্বলে থাকে। মহান আল্লাহ তায়ালা চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামীন নিঃসন্তান পিতা-মাতাকে এই দোয়া শিখিয়েছেন।
হযরত জাকারিয়া আঃ তাঁর তত্ত্বাবধানে থাকা হযরত মারিয়াম আঃ কে বায়তুল মোকাদ্দাসে একটি ফল খেতে দেখেন। যা মহান আল্লাহ তায়ালা মৌসুম ছাড়াই তাঁকে দান করেছিলেন। তখন হযরত জাকারিয়া আঃ এর মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে ওঠে। হযরত জাকারিয়া আঃ আল কোরআনে বর্ণিত নিচের দোয়াটি পড়ে আল্লাহর নিকট সন্তান লাভের জন্য প্রার্থনা করেন। মহান আল্লাহ তায়ালা তাঁর দোয়া কবুল করেন এবং তাঁকে নবী হযরত ইয়াহইয়া আঃ কে পুত্র সন্তান হিসেবে দান করেন। নিচে দোয়াটি উল্লেখ করা হলো।
আরবি উচ্চারণ:
رَبِّ لَا تَذَرْنِى فَرْدًا وَأَنتَ خَيْرُ ٱلْوَٰرِثِينَ
বাংলা উচ্চারণ:
রাব্বি লা-তাযারনি ফারদাঁও ওয়া আন্তা খাইরুল ওয়ারিছিন।
বাংলা অর্থ:
'হে আমার রব! আমাকে একা রেখোনা। তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী'। (সূরা আম্বিয়া: আয়াত নং ৮৯)
আল্লাহর নবী ও মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আঃ আল্লাহর নিকট এক সুপুত্র সন্তানের জন্য এই দোয়াটি করেছিলেন। আল্লাহতালা তাঁর দোয়া কবুল করেন এবং সুপুত্র হিসেবে নবী হযরত ইসমাইল আঃ কে সন্তান হিসেবে দান করেন। নিচে দোয়াটি উল্লেখ করা হলো।
আরবি উচ্চারণ:
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
বাংলা উচ্চারণ:
'রাব্বি হাবলি মিনাস সলিহিন'
বাংলা অর্থ:
হে আমার প্রতিপালক! আমাকে এক সুপুত্র দান করুন। (সুরা সাফফাত: আয়াত নং ১০০)
অতএব, আপনি উপরোক্ত দোয়া পাঠ করে মহান আল্লাহর নিকট সন্তান প্রার্থনা করতে পারেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ আপনার উপর সন্তুষ্টি হয়ে আপনাকে একটি নেক পুত্র সন্তান দান করবেন।
সন্তান লাভের জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করব
সন্তান দেওয়ার ক্ষমতা কেবলমাত্র মহান আল্লাহ তায়ালা রাখেন। তাই আমরা সব সময় মহান আল্লাহর নিকট সন্তান লাভের জন্য দোয়া করব। সন্তান লাভের জন্য আল্লাহর নবী ও রাসূলগণ যেভাবে আল্লাহর নিকট দোয়া করেছিলেন, আমাদেরও সেই ভাবে দোয়া করা বা আমল করা উচিত। নবী হযরত জাকারিয়া আঃ আল্লাহর কাছে বৃদ্ধ বয়সে দোয়া করলেন। মহান আল্লাহ তায়ালা তাকে সন্তান দান করলেন। আপনিও তাঁর মত মহান আল্লাহর কাছে দোয়া করে সন্তান চান -ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। তিনি আল্লাহর নিকট দোয়া করলেন-
'হে আমাদের প্রতিপালক! আপনার পক্ষ থেকে আমাকে পথ-পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী'। (সূরা আল ইমরান: আয়াত নং ৩৮)
সহবাসের সময় দোয়া পড়া
নেক সন্তান লাভের জন্য অবশ্যই সহবাসের সময় দোয়া পড়া উচিত। কেননা এ সময় শয়তান পথভ্রষ্ট করতে পারে। তাই মহান আল্লাহ চাইলে সহবাসের সময় দোয়া পড়া আপনার সন্তান লাভের মনোবাসনা পূরণ হতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাঃ বলেছেন,
'যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা পোষণ করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এ মিলনে যদি তাদের কিসমতে কোন সন্তান আসে, সে সন্তানকে শয়তান কোন ক্ষতি করতে পারবে না'। (বুখারী: হাদিস নং ৬৩৮৮)
সহবাসের দোয়াটি নিচে উল্লেখ করা হলো।
আরবি উচ্চারণ:
بِسْمِ اللَّهِ ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ ، وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা, ওয়া জান্নিবিশ শায়তানা মা রাজাকতানা।
বাংলা অর্থ:
'হে আল্লাহ! আপনার নামে শুরু করছি, আপনি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখুন। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবেন, তা হতেও শয়তানকে দূরে রাখুন'।
আরো পড়ুন:
আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া
যারা মহান আল্লাহর নিকট মুমিন ব্যক্তি হিসেবে পরিচিত তারাই খাঁটি বান্দা। আর এই খাঁটি বান্দারা সবসময় আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে জীবন যাপন করে। তাই তারা সন্তান লাভের ক্ষেত্রেও আল্লাহর নিকট সন্তান প্রার্থনা করে থাকেন। মহান আল্লাহ তাদেরকে কখনো নিরাশ করেন না। তারা যখন সন্তান লাভের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন, মহান আল্লাহ তাদের সন্তান দান করেন।
সর্বশেষ কথা -সন্তান লাভের দোয়া ও আমল
সন্তান-সন্ততি দানের ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তায়ালার। আল্লাহ যাকে সন্তান দান করেন - কোন দুর্বলতা ও অসুস্থতা কিংবা কোনরকম সমস্যাই তার সন্তান লাভে বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ যাকে সন্তান দান করেন না, অতি তুচ্ছ কারনে সে সন্তান লাভ করতে ব্যর্থ হয়। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছেই। আপনি মনো নিবিষ্ট করে, আপনার মত করে মনে মনে নিজের ভাষায় আল্লাহর কাছে সুস্থ ও সুন্দর নেক সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ তিনি আপনার ডাকে সাড়া দিয়ে অবশ্যই একটি সন্তান দান করবেন। আমাদের মধ্যে যারা নিসন্তান রয়েছেন, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে একটি সুস্থ, সুন্দর নেক সন্তান দান করেন-আমিন। আশা করি, সন্তান লাভের দোয়া ও আমল শিরোনামের লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। লেখাটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
# দোয়া # সন্তান লাভের দোয়া #পুত্র সন্তান লাভের দোয়া #নেক সন্তান লাভের দোয়া #ইসলামিক দোয়া #কন্যা সন্তান লাভের দোয়া # ছেলে সন্তান লাভের দোয়া # দ্রুত সন্তান লাভের দোয়া
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url