বিকাশ খবর - Bkash News জেনে নিন ২০২৫

বিকাশ খবর - Bkash News জেনে নিন ২০২৫।আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি Bkash News সম্পর্কে বিস্তারিত জানতে চান? বর্তমানে বিকাশ হল অত্যন্ত কার্যকর আর্থিক লেনদেন পদ্ধতির মাধ্যম। আমরা জানি, বিকাশ ২০০৮ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক ব্যাংকের একটি অঙ্গ প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সিস্টেম। ২০১১ সালের ২১ জুলাই থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল আর্থিক লেনদেন সেবাসহ প্রতিদিন বিকাশ তার বিভিন্ন পরিষেবার মাধ্যমে আপডেট এনেইই চলেছে। তাই আজকে আমরা বিকাশ খবর - Bkash News সম্পর্কে বিস্তারিত জানব।
বিকাশ-খবর
বিকাশ-খবর 
বিকাশের খবর আমাদের সবারই জেনে রাখা দরকার। কেননা যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে ইন্টারনেট ভিত্তিক ডিজিটালাইজড জীবন বেছে নিতে হবে। আর এর একটি অন্যতম মাধ্যম হলো বিকাশ আর্থিক লেনদেন ব্যাংকিং পদ্ধতি। তাহলে চলুন যুগোপযোগী বিকাশ খবর সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

বিকাশ খবর - Bkash News

বিকাশ খবর রাখা এখন সময়ের দাবি। কেননা প্রতিদিন নিত্যনতুন সুযোগ-সুবিধা নিয়ে বিকাশ এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ হয়ে উঠেছে। এখন মানুষ ব্যস্ততার কারণে ও সময় স্বল্পতার কারণে সহজলভ্য পদ্ধতি খোঁজ করতে গিয়ে দেখা যায় বিকাশ তাদের অন্যতম সহযোগী। কেননা টাকা পাঠানো থেকে শুরু করে বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, টেলিফোন বিল, ভূমি সেবা, পাসপোর্ট ফি, ইন্টারনেট বিল, টিভি বিল, মোবাইল রিচার্জ; এমনকি আজকাল ডিপিএস এর মাধ্যমে টাকা জমানো সম্ভব। বিকাশ প্রতিদিন নিত্যনতুন সেবা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। তাই প্রতিদিনই আমাদের সকলেরই বিকাশের খবর সম্পর্কে জানা উচিত।

শেরাটন হোটেলে সিফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে বাই ওয়ান গেট টু অফার

বিকাশ খবর - আজ ১৩ জুলাই,.২০২৫ ইংরেজি তারিখ ঢাকার শেরাটন হোটেলে সিফুড 'কোস্টাল কার্নিভাল' শীর্ষক ১০ দিনব্যাপী সিফুড ফেস্টিভ্যালে বিকাশ পেমেন্টে একটি ব্যুফে অর্ডার করে গ্রাহকগণ পাবেন আরো দুটি ব্যুফে ফ্রি। ১০ জুলাই থেকে ১৯ জুলাই, ২০২৫ পর্যন্ত চলা এই ফেস্টিভ্যালে গ্রাহকগণ পায়েলা ভ্যালেনশিয়া, স্মোকড হিলসা, জাম্বালায়া রাইস, চিতল ফিস কোপ্তা, ইলিশ ভর্তা, টুনা এন্ড স্যামন তেরিয়াকি, বিটরুট স্যামন, গ্র্যাভল্যাক্স, ফিস সায়াদিয়েহ সহ লাইভ সি ফুড এক্সপেরিয়েন্স কাউন্টারে নানা ধরনের দেশি ও বিদেশী দেশগুলোর স্বাদ গ্রহণ করতে পারবেন এখন বিকাশ পেমেন্টেই। এর ফলে কোন রকম স্পেশাল কার্ড ছাড়াই ফাইভ স্টার হোটেলে বন্ধু ও পরিবারের সঙ্গে প্রিয় মুহূর্তগুলো উপভোগ করার পাশাপাশি দেশ-বিদেশের এক্সক্লুসিভ ও এক্সোটিক ডিশগুলোর স্বাদ নিতে পারছেন বিকাশ গ্রাহকগণ।
বিকাশ অফার
শেরাটন হোটেলে সিফুড 'কোস্টাল কার্নিভাল'
বিকাশ পেমেন্টে ৯,৪৫০ টাকার বিনিময়ে গ্রাহকরা আকর্ষণীয় এই 'বাই ওয়ান গেট টু' অর্থাৎ ৩ জনের জন্য ব্যুফে অফারটি ইনজয় করতে পারবেন। ফেস্টিভ্যাল চলাকালীন একজন গ্রাহক একবারই অফারটি নিতে পারবেন। এজন্য বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে, *২৪৭# ডায়াল করে, বিকাশ অ্যাপ থেকে কিউআর (QR) স্ক্যান করে সরাসরি ভিসা কার্ড দিয়ে এবং বাংলা কিউআর ব্যবহার করে বিকাশ পেমেন্টের মাধ্যমে অফারটি উপভোগ করা যাবে।
অফারের মেয়াদ:  ১০ জুলাই থেকে ১৯ জুলাই, ২০২৫ পর্যন্ত (রাত ১২টা পর্যন্ত)।
এই বিষয়ে বিস্তারিত জানতে প্রবেশ করুন: বিকাশ সি ফুড ফেস্টিভাল
বিকাশ-খবর
বিকাশ-খবর 

বিকাশ খবর - নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিকাশ খবর - বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোন ভিত্তিক আর্থিক লেনদেন (MFS) প্রতিষ্ঠানটি প্রজেক্ট এবং পার্টনার ম্যানেজমেন্ট বিভাগ ম্যানেজার, পার্টনার ম্যানেজমেন্ট পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৯ জুলাই, ২০২৫ ইং থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, আবেদন করা যাবে আগামী ২০ জুলাই, ২০২৫ ইং পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতি বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
  • নিয়োগদাতা প্রতিষ্ঠান: বিকাশ লিমিটেড।
  • আবেদন শুরুর তারিখ:  ০৯ জুলাই ২০২৫ ইং।
  • আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই ২০২৫ ইং।
  • অফিসিয়াল ওয়েবসাইট: https://www.bkash.com
  • আবেদন করুন: আবেদন ফরম

বিকাশ মার্চেন্ট পয়েন্ট থেকেও বিদ্যুৎ বিল দেয়া যাচ্ছে

বিকাশ খবর - এখন ৭ জুলাই, ২০২৫ থেকে বিকাশ অ্যাপ এবং এজেন্ট পয়েন্ট এর পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিকাশের আড়াই লাখেরও বেশি মার্চেন্ট পয়েন্ট থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন গ্রাহকগণ। এর ফলে বিকাশের মাধ্যমে সবচেয়ে সহজে, ঝামেলা মুক্ত বিল পরিশোধের সুযোগ আরও বৃদ্ধি পেল। বর্তমানে বিকাশ গ্রাহকগণ বিকাশ অ্যাপের 'পে বিল' আইকন থেকে প্রায় সব সরকারি প্রতিষ্ঠানের ইউটিলিটি বিল দিতে পারছেন। পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশের সাড়ে তিন লাখ এজেন্ট পয়েন্ট থেকেও বিদ্যুৎ বিল সহ বিভিন্ন বিল দিতে পারছেন। বাড়তি সুবিধা হিসেবে আড়াই লাখ মার্চেন্ট পয়েন্ট থেকে বিদ্যুৎ বিল দেওয়ার এই সুযোগ। আবার, মার্চেন্ট পয়েন্ট থেকে বিকাশে পণ্য সেবার মূল্য গ্রহণের পাশাপাশি ক্রেতাদের বিদ্যুৎ বিল পরিশোধের সেবা দিয়ে ক্যাশলেস লেনদেনকে আরো উৎসাহিত করার সুযোগ পেলেন।

বিকাশের মাধ্যমে তাৎক্ষণিক রেমিটেন্সে প্রিয়জনের পাশে প্রবাসী

বিকাশ খবর - ৩০ জুন, ২০২৫ ইং। বর্তমানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে ১৩০টির বেশি মানি ট্রান্সফার অপারেটর হয়ে বাংলাদেশের ২৫টি ব্যাংকের সেটেলমেন্ট হয়ে ৮ কোটিরও বেশি বিকাশ গ্রাহকের একাউন্টে নিমিষেই রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসী বাঙালিরা। বাংলাদেশ সরকারের প্রণোদনা সহ এই অর্থ সরাসরি প্রবাসীর প্রিয়জনের বিকাশ একাউন্টে পৌঁছে যাচ্ছে মুহূর্তে। বিকাশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের 'লাস্ট মাইল সলিউশনস প্রোভাইডার' ব্যবহার করে মানুষের হাতে পৌঁছে দিয়ে দেশে থাকা পরিবার-প্রিয়জনদের জীবনমান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রয়োজনীয় বিভিন্ন রকম বিল ও ইউটিলিটি সেবার মাধ্যমে বিকাশ মানুষের জীবনকে এগিয়ে নেওয়ার সম্পর্কের বন্ধনকে আরো সুদৃঢ় করছে সব সময়।

বিকাশ অ্যাপ এ জামানতবিহীন লোনের সীমা বেড়ে হল ৫০ হাজার টাকা

বিকাশ খবর - ১৮ জুন ২০২৫ ইং। বিকাশ অ্যাপ এর মাধ্যমে সিটি ব্যাংক থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত 'ডিজিটাল লোন' নেওয়ার সুযোগ তৈরি হলো বিকাশ গ্রাহকদের জন্য। বিকাশ লোন নেওয়ার যোগ্য গ্রাহকগণ যেকোনো সময় যেকোনো প্রয়োজনে এপ থেকেই নিতে পারবেন জামানতবিহীন এই ডিজিটাল লোন। বিকাশ এবং সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে ২০২১ সালে চালু হওয়া এই 'ডিজিটাল লোন' সেবা ইতিমধ্যেই গ্রাহকের আস্থা ও নির্ভরতা অর্জন করেছে। তবে এই ডিজিটাল লোন এর সর্বোচ্চ সীমা ছিল ৩০ হাজার টাকা।
বিকাশ-খবর
বিকাশ-খবর।
বিকাশ গ্রাহকগণ বিকাশ অ্যাপের লোন আইকনে ট্যাব করে মাত্র কয়েক ক্লিকেই সিটি ব্যাংক থেকে তাৎক্ষণিক পেয়ে যাচ্ছেন ৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল লোন, যার সর্বোচ্চ মেয়াদ ৬ মাস। বর্তমানে গ্রাহকদের চাহিদা, আস্থা এবং দ্রুত ঋণ পাওয়ার সুবিধাকে মাথায় রেখে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে এই ঋণের সীমা ৫০,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে যা এ পর্যন্ত ডিজিটাল লোন নিয়েছেন প্রায় ১০ লাখ বিকাশ গ্রাহক, টাকার অংকে যার পরিমাণ ২,৮০০ কোটি টাকা।এজন্য ব্যাংকে যেতে হচ্ছে না, লাগছে না কোন কাগজপত্র। যারা এখনো ডিজিটাল লোন সেবার আওতায় আসেননি তারা নিয়মিত বিকাশ একাউন্ট ব্যবহার করে এডমারি, সেভিংস, পেমেন্ট সহ বিভিন্ন সেবা ব্যবহার করার মাধ্যমে ঋণ পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারেন। এভাবে বিকাশ অ্যাপ এ জামানত বিহীন ৫০ হাজার টাকা পর্যন্ত বিকাশ গ্রাহকদের সিটি ব্যাংকের মাধ্যমে লোন দিয়ে থাকে।

বিকাশ অ্যাপ থেকে সিটি ব্যাংকের লোন নেওয়ার পদ্ধতি

বিকাশ খবর - বিকাশ অ্যাপ এর লোন আইকনে ট্যাপ করে সিটি ব্যাংক অনুমোদিত সীমার মধ্যে কাঙ্খিত লোনের পরিমাণ লিখে পরে ধাপে গিয়ে বিভিন্ন শর্তাবলী ভালোভাবে পড়ে ও বুঝে সম্মতি দিতে হবে। তারপর বিকাশ একাউন্টের গোপন পিন নম্বর দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই তৎক্ষণাৎ একাউন্টে লোনের টাকা যোগ হয়ে যাবে। লোনের ধরন অনুযায়ী বিকাশ গ্রাহককে ঋণ মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। তবে নির্ধারিত তারিখে কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে বিকাশ একাউন্ট থেকে কেটে নেওয়া হবে। কিন্তু গ্রাহক চাইলে মেয়াদ শেষ হওয়ার আগে আংশিক বা সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র ব্যবহারকৃত সময়ের জন্য ইন্টারেস্ট বা সুদ দিতে হবে এবং অগ্রিম পরিশোধের জন্য কোন অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না। আশা করি বিকাশ অ্যাপ থেকে সিটি ব্যাংকের লোন নেওয়ার পদ্ধতিটি ভালোভাবে জানতে এবং বুঝতে পেরেছেন।

বিকাশ অ্যাপ এ মাসিক ২০ হাজার টাকা কিস্তিতে ডিপিএস খোলা যাচ্ছে

বিকাশ খবর - ২৩ জুন ২০২৫ ইং। যেসব বিকাশ গ্রাহকগণ স্বল্প মেয়াদে একটু বেশি পরিমাণ অর্থ সঞ্চয় করতে চান তারা খুব সহজেই ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে বিকাশ অ্যাপ থেকে ডিপিএস খুলতে পারছেন ঢাকা ব্যাংক ও আইডিএলসি ফাইনান্সে। যারা নিকট ভবিষ্যতে কোন নির্দিষ্ট লক্ষ্যপূরণ করতে চান তাদের জন্য ছয় মাস মেয়াদী এই ডিপিএস খুবই কার্যকর। বিকাশ তার ৬ মাস মেয়াদী 'সাপ্তাহিক ডিপিএস' চালুর পর এখন নিয়ে এলো ৬ মাস মেয়াদী 'মাসিক ডিপিএস' সেবা।
অবশ্য, বিকাশ ২০২১ সাল থেকে প্রথমবারের মতো ডিজিটাল সাপ্তাহিক ডিপিএস নিয়ে আসে। বর্তমান চাহিদা অনুযায়ী কোন ব্যাংক একাউন্ট ছাড়াই বিকাশ গ্রাহকগণ অ্যাপ থেকে ছয় মাস মেয়াদে ২ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে ডিপিএস করতে পারবেন। এখানে উল্লেখ্য, বিকাশ গ্রাহকগণ বিকাশ অ্যাপের ডিপিএস সেবায় আস্থা রেখে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এখন পর্যন্ত ২০ লাখের বেশি ডিপিএস খুলেছেন।

বিকাশ অ্যাপ এ ২০ হাজার টাকা মাসিক কিস্তিতে ডিপিএস খোলার পদ্ধতি

নতুন ডিপিএস খুলতে আপনার বিকাশ একাউন্টে প্রয়োজনীয় অর্থ রেখে অ্যাপের হোমস্ক্রিন থেকে 'সেভিংস' আইকনে ট্যাপ করে 'নতুন সেভিংস খুলুন' এ ক্লিক করতে হবে। সেভিংস এর ধরন থেকে 'সাধারণ সিভিংস' বেছে নিতে হবে এবং সেভিংস এর মেয়াদ ৬ মাস বাছাই করে প্রতিমাসে যে পরিমাণ টাকা জমাতে ইচ্ছুক যেমন- ২ হাজার, ৫ হাজার, ১০ হাজার, বা ২০ হাজার টাকার যেকোনো একটি নির্বাচন করতে হবে। পরের ধাপে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের তালিকা থেকে পছন্দ অনুযায়ী আইডিএলসি ফাইন্যান্স অথবা ঢাকা ব্যাংক নির্বাচন করতে হবে।

তারপর নমিনি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিপিএস এর বিস্তারিত দেখে এবং নিয়ম শর্তাবলী ভালোভাবে পড়ে বুঝে সম্মতি দিতে হবে। সবশেষে বিকাশ একাউন্টের গোপন পিন নাম্বার দিয়ে স্ক্রিনের নিচের অংশ টাইপ করে ধরে রাখলে ডিপিএস এর আবেদন সম্পন্ন হয়ে যাবে এবং বিকাশ ও ব্যাংক থেকে চলে আসবে নিশ্চিতকরণ মেসেজ। এখানে উল্লেখ্য, বিকাশ অ্যাপ থেকে যে কোন গ্রাহক একাধিক ডিপিএস খুলতে পারেন।

প্রতিমাসের একটা নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে ডিপিএস এর টাকা কেটে নেওয়া হবে। ডিপিএস এর মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পর ইন্টারেস্ট সহ মূল টাকা বিকাশ একাউন্টে চলে আসবে, যা কোন খরচ ছাড়াই ক্যাশ আউট করা যাবে। আবার জরুরী প্রয়োজনে মেয়াদ পূর্তির আগেই সেভিংস সেবা বা ডিপিএস সেবা বন্ধ করতে চাইলে গ্রাহক তা অ্যাপ থেকেই নিজে নিজেই করতে পারবেন। আশা করি টিভিএস খোলার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন।

বিকাশের কোড কত?

বিকাশের কোড *২৪৭# ডায়াল করে বিকাশের সকল সেবা উপভোগ করা যায়। অর্থাৎ বিকাশের কোড *247# ডায়াল করে গোপন পিন ব্যবহার করে টাকা লেন-দেন, মোবাইল রিচার্জসহ সকল ইউটিলিটি বিল ও বিভিন্ন ফি দেওয়া যায়। আশা করি, বিকাশের কোড কত বুঝতে ও জানতে পেরেছেন।

সর্বশেষ কথা: বিকাশ খবর - Bkash News

বিকাশ লিমিটেড বর্তমানে কোটি কোটি গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। বর্তমানে কেনাকাটা থেকে শুরু করে যে কোন ধরনের বিল এবং সরকারি-বেসরকারি ফি প্রদান করা যাচ্ছে। মানুষের জীবন মান কে উন্নত ও সহজ করতে বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আশা করি ভবিষ্যতে বিকাশ আরও নিত্য নতুন সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করে নিতে সক্ষম হবে। প্রিয় পাঠক এতক্ষণ আমরা বিকাশের সর্বশেষ খবর সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। এরপরেও আরো আপডেট কোন বিকাশ সংবাদ থাকলে আমরা তা সাথে সাথে আপনাদের সুবিধার্থে জানানোর চেষ্টা করব। আশা করি লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছে। লেখাটি পড়ে ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল যেন আপনার বন্ধুবান্ধবও উপকৃত হতে পারেন। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url