খাওয়ার আগে ও পরে যে দোয়া পড়তে হয়
খাওয়ার আগে ও পরে যে দোয়া পড়তে হয়। ইসলাম ধর্ম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কেননা এতে রয়েছে মানব জাতির জন্য মুক্তির পথ ও সঠিক পদ্ধতি। এই ধর্মে খাওয়া-দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন প্রত্যেকটি কাজই ইসলামী শরীয়ত মোতাবেক করলে তা ইবাদতে পরিণত হয়। তাই এই ধর্মে প্রতিটি কাজের শুরু ও শেষে দোয়া পাঠের বিধান রয়েছে। কিন্তু খাওয়ার আগে ও পরে যে দোয়া পড়তে হয় তা আমরা অনেকেই জানিনা।
![]() |
খাওয়ার আগে ও পরে দোয়া। ছবি - এআই |
আমাদের প্রত্যেককে দিনে বেশ কয়েকবার খাবার খেতে হয়। তা আমাদের দৈহিক এবং প্রাকৃতিক চাহিদা পূরণ করে থাকে। এই খাবার খাওয়ার সময় মহান আল্লাহ তায়ালাকে স্মরণ করা ও তাঁর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা আদায় করা একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য।
খাওয়ার আগে ও পরে যে দোয়া পড়তে হয়
ইসলামী বিধি-বিধান অনুসরণে খাদ্য সংগ্রহ ও গ্রহণ করলে তা ইবাদতে পরিণত হয়। মানব জাতির জীবন জীবিকার সকল বিষয়ে সুষ্ঠু সমাধান রয়েছে। যেকোনো ইবাদত ও কাজের সময় মহান আল্লাহকে স্মরণ ও দোয়া করা মুমিনের সবসময়ের জন্য কর্তব্য। তাই খাবার খাওয়ার সময় মহান আল্লাহ তায়ালাকে স্মরণ করলে খাবারে বরকত এবং পরকালের মুক্তি পাওয়া যায়। তাহলে চলুন খাওয়ার আগে ও পরে যে দোয়া গুলো পড়তে হয় তা সম্পর্কে জেনে নিই।
খানা খাওয়ার শুরুতে দোয়া
খানা খাওয়ার শুরুতে দোয়া পড়া সুন্নত। এতে খাবারে বরকত ও মহান আল্লাহ তায়ালার ইবাদত সান্নিধ্য লাভ করা যায়। তাই প্রত্যেক মুসলিমের খানা খাওয়ার শুরুতে দোয়া পড়া উচিত।
খানা খাওয়ার শুরুতে দোয়া আরবি উচ্চারণ:
اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَ اَطْعِمْنَا خَيْراً مِّنْهُ
খানা খাওয়ার শুরুতে দোয়া বাংলা উচ্চারণ:
'আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আত্ব-ইমনা খাইরাম মিনহু'।
বাংলা অর্থ:
'হে আল্লাহ! আমাদেরকে এতে বরকত দিন, ভবিষ্যতে আরো উত্তম খাদ্য দিন'।
(তিরমিজি, আবু দাউদ, মিশকাত: হাদিস নং ৪২৮৩)
খানা খাওয়ার শুরুতে দোয়া সম্পর্কে হাদিস
ইসলাম ধর্মে প্রত্যেক কাজের শুরুতে 'বিসমিল্লাহ' বলা সুন্নত। সুতরাং খাবার গ্রহণের আগে ও পরে দোয়া পাঠ করা সুন্নত। তাই খানা খাওয়ার শুরুতে 'বিসমিল্লাহ' বলে মহান আল্লাহর নামে খাওয়া শুরু করা উচিত। এ বিষয়ে খানা খাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন,
"একজন মুসলিম তার সবকিছুতে সওয়াবের অধিকারী হয়, এমনকি তার মুখে খাবারের যে লোকমা আহরণ করে থাকে তাতেও সে সওয়াব পায়"। (মুসনাদে আহমদ: হাদিস নং ১৫৩১)
খানা খাওয়ার ব্যাপারে অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
"যে খাবারে বিসমিল্লাহ পড়া হয়না, সে খাবারে শয়তানের অংশ থাকে। সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও ভক্ষণ করে"। (মুসলিম: হাদিস নং ৫৩৭৬)
আব্দুল্লাহ ইবনু আব্বাস হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
"যখন তোমাদের কেউ খাবার খায়, তখন সে যেন এই اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَ اَطْعِمْنَا خَيْراً مِّنْهُ (আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া আত্ব-ইমনা খাইরাম মিনহু) দোয়াটি পড়ে"। (তিরমিজি, আবু দাউদ, মিশকাত: হাদিস নং ৪২৮৩)
খাবার খাওয়ার পরের দোয়া
খাবার খাওয়ার আগে ও পরে দোয়া পড়া সুন্নত। খাবার খাওয়ার শুরুতে যেমন দোয়া পড়তে হয় ঠিক তেমনি খাবার খাওয়ার পরেও দোয়া পড়তে হয়। এতে খাবার খাওয়ার বরকত ও মহান আল্লাহ তায়ালার নেয়ামতের কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করা হয়। খানা খাওয়ার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দোয়াটি পড়তে বলেছেন।
খাবার খাওয়ার পরের দোয়া আরবি উচ্চারণ:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا، وَسَقَانَا، وَجَعَلَنَا مُسْلِمِينَ
খাবার খাওয়ার পরের দোয়া বাংলা উচ্চারণ:
আলহামদুলিল্লা হিল্লাজি আত আমানা, ওয়া সাকানা, ওয়া জালানা মুসলিমিন।
বাংলা অর্থ:
সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদের খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন। (আবু দাউদ: হাদিস নং ৩৮৫০)
সুতরাং আমরা দাওয়াত বা অন্যের ঘরে খানা খাওয়ার পর বা নিজের বাড়িতে খানা খাওয়ার পর উপরোক্ত খাওয়ার আগে ও পরে দোয়া আদব-কায়দার সহিত পাঠ করব।
আরো পড়ুন:
![]() |
খাওয়ার আগে ও পরে দোয়া। ছবি - এআই |
খাবার খাওয়ার দোয়া ভুলে গেলে
আমরা খাবার খাওয়ার সময় অনেকেই খাবার খাওয়ার দোয়া বলতে ভুলে যাই। তাই খাবার খাওয়া শুরুর পর মধ্যবর্তী সময় যখনই দোয়া পড়ার কথা মনে পড়বে তখনই আমরা নিচের দোয়াটি পড়ব।
আরবি উচ্চারণ:
بسم الله اوله واخره
বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখেরাহ।
বাংলা অর্থ:
আমি আল্লাহ তালার নামে খানা খাওয়া শুরু করছি। প্রথমেও আল্লাহতায়ালার নাম, পরিশেষেও আল্লাহ তাআলার নাম। (আবু দাউদ, আহমদ, দারেমী)
খাওয়ার সময় সুন্নত সমূহ
- খাবারের শুরুতে 'বিসমিল্লাহ' বলা।
- ডান হাতে খাবার খাওয়া।
- সামনে থেকে খাওয়া শুরু করা।
- অল্প অল্প করে খাওয়া এবং ধীরে ধীরে খাওয়া।
- খাবার শেষে 'আলহামদুলিল্লাহ' বলা সুন্নত।
সর্বশেষ কথা - খাওয়ার আগে ও পরে দোয়া
যেকোনো অবস্থায় মহান আল্লাহর স্মরণ ও দোয়া মুমিনের সব সময়ের আমল। যেকোনো আমল, কাজকর্ম ও আচার-আচরণ ইসলামী বিধি-বিধান অনুযায়ী করলে তা ইবাদত হিসেবে গণ্য হয়ে থাকে। সুতরাং খাওয়ার আগে ও পরে মহান আল্লাহকে স্মরণ করা ও তার নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা আদায় করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। এতে খাবার বরকতময় হয় এবং সাথে ইবাদতের অংশ হয়ে ওঠে। খাবার খাওয়ার আগে দোয়া পড়ে ডান হাত দিয়ে খাবারের পাত্রের ডান দিক থেকে খাওয়া শুরু করা সুন্নত। পরবর্তীতে খাবার খাওয়া সম্পন্ন হয়ে গেলে মহান আল্লাহ তায়ালার অশেষ নেয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ খাওয়ার পরের দোয়া পড়াও সুন্নত। আশা করি খাওয়ার আগে ও পরে যে দোয়া পড়তে হয় লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। উক্ত লেখাটি শেয়ার করলে আপনার বন্ধু বান্ধব সহ সকলেই ছোট্ট এই দোয়াটি মুখস্ত ও আমল করতে পারবে। এতে মহান আল্লাহ তাআলার বরকত এবং ইবাদত প্রাপ্ত হবে। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, লেখাটি শেয়ার করার অনুরোধ রইলো।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url