নাকের সর্দি দূর করার ট্যাবলেট এর নাম কি?
নাকের সর্দি দূর করার ট্যাবলেট এর নাম কি?আজকাল সবাই নাক দিয়ে পানি পড়লে বা নাক বন্ধ হলে কি করা উচিত, নাক দিয়ে পানি পড়া এবং হাঁচির জন্য কোন ওষুধ ভালো? ইত্যাদি সম্পর্কে অনেকেই জানতে চান। কেননা নাকের সর্দি হলে আপনার নাক দিয়ে পানি পড়তে পারে এবং সাথে হাঁচি কাশি দেখা দিতে পারে। তাই অবহেলা না করে নাকের সর্দি দূর করার ট্যাবলেটের নাম আপনাদের জেনে রাখা উচিত। তবে সর্দি দূর করার ট্যাবলেটটি অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে।
![]() |
নাকের-সর্দি-দূর-করার-ট্যাবলেট-এর-নাম। |
ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের দেহের তাপমাত্রার তারতম্য বা ব্যালেন্স রাখতে দেহে এক ধরনের এলার্জিক সমস্যা দেখা দেয়। আর ঠিক তখনই নাক দিয়ে সর্দি (পানি) ঝরতে শুরু করে। সেক্ষেত্রে অনেকেই এটার সমাধানের জন্য আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু আতঙ্কিত না হয়ে নাকের সর্দি দূর করার ওষুধ এর নামটি আপনাদের জেনে রাখা উচিত। তাহলে চলুন নাকের সর্দি দূর করার ট্যাবলেট এর নাম জেনে নিই।
আরো পড়ুন: নাকের ঘ্রাণশক্তি কমে যাওয়ার কারণ ও প্রতিকার
নাকের সর্দি দূর করার ট্যাবলেট এর নাম কি?
নাকের সর্দি দূর করার ট্যাবলেট এর নাম কি? জেনে রাখুন - নাকের সর্দির সঠিক কারণ, চিকিৎসা ও সঠিক ট্যাবলেট এর নাম। এর সাথে নাকের সর্দি দূর করার ঘরোয়া উপায়। সর্দি দূর করার ঔষধ গুলোকে সাধারণত এন্টিহিস্টামিন বলা হয়। তবে কয়েকটি এন্টি ইনস্টামিনের মধ্যে নাকের সর্দি দূর করার ট্যাবলেট এর নাম হলো ফেক্সোফেনাডিন (Tab. Fexo 120mg), লোরাটাডিন (Tab. Oradin), ডেসলোরাটাডিন (Tab. Deslor 5mg), সেটিরিজিন (Tab. Alatrol) ইত্যাদি। নাকের সর্দি দূর করার আরো কিছু ট্যাবলেটের নাম নিচে উল্লেখ করা হলো -
- Tablet. Histacin 4mg
- Tablet. Sinamin 4mg
- Tablet. Histal 4mg
- Tablet. Fenadin 120mg, 180mg
- Tablet. Fexomin 120mg, 180mg
- Tablet. Fexodin 60mg, 120mg, 180mg
- Tablet. Bilamin 20mg
- Tablet. Bilastin 20mg
- Tablet. Bilan 20mg
- Tablet. Bilista 20mg
- Tablet. Biltin 20mg
- Tablet. Rupa 10mg
- Tablet. Rupamin 10mg
- Tablet. Rupin 10mg
- Tablet. Rupaday 10mg
- Tablet. Rupadin 10mg
- Tablet. Rupatrol 10mg
- Tablet Rupex 10mg
- Tablet. Rupoma 10mg
- Tablet. Des 5mg
- Tablet. Desatrol 5mg
- Tablet. Deslor 5mg
- Tablet. Momento 5mg
- Tablet. Neocilor 5mg
- Tablet. Sedno 5mg
- Tablet. Alatrol 10mg
- Tablet. Acitrin 10mg
- Tablet. Atrizin 10mg
- Tablet. CTZ 10mg
- Tablet. Cetizin 10mg
- Tablet. Nosemin 10mg
- Tablet. Rhinil 10mg
- Tablet. Riz 10mg
- Tablet. Ebamin 10mg
- Tablet. Ebasten 10mg
- Tablet. Ebatin 10mg
- Tablet. Tebast 10mg
- Tablet. Rinis 10mg
- Tablet. Ebaril 10mg
- Tablet. Aleva 10mg.
তবে মনে রাখবেন, নাকের সর্দি বা পানি পড়া বন্ধ হওয়ার জন্য এই ট্যাবলেট গুলো অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। কেননা ট্যাবলেট গুলো একেকজনের শরীরে একেক রকম প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই অনাকাঙ্ক্ষিত সাইড ইফেক্ট এড়াতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নাকের সর্দি দূর করার ট্যাবলেট সেবন করুন।
আরো পড়ুন: খুসখুসে বিরক্তিকর কাশি দূর করার উপায়
নাকের সর্দির সঠিক কারণ সমূহ
নাক বন্ধ হওয়া, নাক দিয়ে পানি পড়া বা নাক দিয়ে শ্লেষ্মা জাতীয় তরল পদার্থ বের হওয়া হলো নাকের সর্দি। আর বিভিন্ন কারণে নাকের সর্দি হতে পারে। সাধারণত নাকের মাধ্যমে পানি পড়াকে মেডিকেলের ভাষায় রাইনোরিয়া বলে। নাকের সর্দি একটি সাধারণ ও সাময়িক সমস্যা। তাই নাকের সর্দি নিয়ে তাড়াহুড়ো না করে এর সঠিক কারণগুলো জেনে নেওয়া যাক।
![]() |
নাকের-সর্দি-দূর-করার-ট্যাবলেট |
নাকের সর্দির কারণ - এলার্জি
নাকের সর্দির অন্যতম কারণ হতে পারে এলার্জিক সমস্যা। আর নাকের সর্দির কারণে যদি নাকে প্রদাহ সৃষ্টি হয় তবে তাকে চিকিৎসার ভাষায় রাইনাইটিস বলে। তবে সাধারণত এলার্জিক রাইনাইটিস, সিজনাল এলার্জি এবং বহুবর্ষজীবী এলার্জি হতে পারে।
এলার্জিক রাইনাইটিস
প্রায়ই বিভিন্ন ধরনের ফুলের পরাগরেনু, ধুলোবালি বা ডাস্ট কণা এবং কুকুর-বিড়াল জাতীয় পোষা প্রাণীর খুশকির মত এলার্জেনের কারণে আমাদের নাক দিয়ে পানি পড়ে, চোখ চুলকায় এবং হাঁচি-কাশি হয়। এর ফলে নাকে এক প্রকার প্রদাহের সৃষ্টি হয় এটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এলার্জিক রাইনাইটিস বলে।
সিজনাল এলার্জি
বছরের একটি নির্দিষ্ট সময়ে বিশেষ করে শীতকাল শুরু হওয়ার পূর্বে এবং গরমকাল শুরু হওয়ার পূর্বে এক ধরনের এলার্জির প্রাদুর্ভাব দেখা যায়। এই নির্দিষ্ট সময়ের এলার্জিকে অনেক সময় মৌসুমী এলার্জিও বলা হয়। সিজনাল এলার্জিতে বিভিন্ন ধরনের গাছ, লতাপাতা, ঘাস এবং আগাছা-পরগাছার পরাগরেণু নাকের শ্লেষ্মা উৎপাদন বৃদ্ধি করে এবং নাক দিয়ে অনবরত পানি পড়ার কারণ হতে পারে। অনেক সময় নাক বন্ধ হতে পারে এবং কানে সোঁ সোঁ শব্দ হতে পারে।
বহুবর্ষজীবী এলার্জি
আমরা দৈনন্দিন কাজে প্রায়ই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি। এ সময় ঘরের ভেতরে লুকিয়ে থাকা বিভিন্ন ধরনের এলার্জেনের কারণ যেমন- ধূলিকণা, লেপ-তোষকের ক্ষুদ্র ক্ষুদ্র লোম, ছাঁচ এবং বাড়িতে পোষা বিভিন্ন ধরনের প্রাণী যেমন- বিড়াল, কুকুর, খরগোশ কিম্বা পাখি ইত্যাদির খুশকি বা ময়লার কারণে নাকে এক ধরনের এলার্জির সৃষ্টি হয়। এ সময় আপনার নাক দিয়ে পানি পড়তে পারে।
আরো পড়ুন: চর্ম এলার্জি দূর করার উপায়
উপরে উল্লেখিত এলার্জির কারণে নাকের সর্দি হতে পারে। এ সময় আপনি নাকের সর্দি দূর করার ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন।
নাকের সর্দির কারণ - সংক্রমণ
অনেক সময় ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদির সংক্রমনের কারণে নাকের সর্দি হতে পারে। আর এসব সংক্রমণের কারণে নাক বন্ধ, নাকে সর্দি, হাঁচি কাশি, জ্বর, গলা ব্যথা এবং সারা শরীর ব্যথা হতে পারে।
সাধারণ নাকের সর্দি
যখন ভাইরাল সংক্রমণ আপনার শ্বাসযন্ত্র কে সংক্রমিত করে ফেলে তখন আপনার গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া এবং হাঁচি কাশি শুরু হয়। এ প্রক্রিয়াটি অত্যন্ত সংক্রামক এবং এই সংক্রমণ সাধারণত কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। তাই ভাইরাল সংক্রমনের ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকুন।
ফ্লুর কারণে নাকের সর্দি
সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণে আপনার নাক দিয়ে অনবরত পানি ঝরতে পারে। এর সাথে শরীরে ব্যথা, মাথাব্যথা, জ্বর এবং ক্লান্তি ভাব দেখা দিতে পারে। সুযোগ বুঝে ফ্লু হঠাৎ করে ই দেখা দেয় এবং যেকোনো সময় এটি তীব্র আকার ধারণ করতে পারে।
সাইনোসাইটিস
যখন আপনার নাকে সংক্রমণ বা এলার্জির কারণে নাকের সাইনাস ফুলে যায় তখন নাক দিয়ে অনবরত পানি পড়ে, মুখের উপর চাপ সৃষ্টি হয়। এ সময় তীব্র মাথাব্যথা এবং ঘনঘন নাক দিয়ে পানে পড়া শুরু হতে পারে। নাকের সাইনাসের এই প্রদাহটিকে চিকিৎসা ভাষায় সাইনোসাইটিস বা সাইনাস ইনফেকশন বলে।
নাকের সর্দির কারণ - জ্বালাপোড়া
নাক জ্বালাপোড়া করা এবং পরিবেশগত কারণ হতে পারে আপনার নাকের সর্দির অন্যতম কারণ। অনেক সময় শুকনো বাতাস, পরিবেশের দূষণ-ধোঁয়া কিংবা শক্তিশালী সুগন্ধি ব্যবহার করলে নাকের সর্দি হতে পারে।
ধোঁয়া এবং দূষিত পরিবেশ
অনেক সময় কলকারখানার ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, রাতে কয়েল জ্বালানোর ধোঁয়া, বিভিন্ন বায়ু দূষণ কিংবা তীব্র গন্ধের সংস্পর্শে আসলে আপনার নাকের পথ জ্বালাপোড়া করতে পারে। এ সময় আপনার নাক দিয়ে অনবরত পানি পড়তে পারে। এটি একটি নাকের সর্দি হওয়ার কারণ।
শুকনো বাতাস
যখন আবহাওয়া শুষ্ক থাকে বিশেষ করে শীতকালে বাতাসের আর্দ্রতা অনেক কমে যায়। এর ফলে নাকের পথ শুষ্ক থাকে। তখন নাক শ্লেষ্মা উৎপাদন বৃদ্ধি করতে চেষ্টা করে এবং নাক দিয়ে পানি পড়ে।
শক্তিশালী সুগন্ধি পণ্য
অনেক সময় আমরা বিভিন্ন ধরনের পারফিউম, লোশন কিংবা আসবাবপত্র পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের পরিষ্কারক স্প্রে ব্যবহার করে থাকে। এসব সুগন্ধি এবং পরিষ্কারক স্প্রে আমাদের নাকে জ্বালাপোড়া তৈরি করতে পারে এবং নাক দিয়ে পানি পড়ে।
নাকের সর্দির অন্যান্য কারণ
আমাদের নাসিকা রন্ধ্রের গঠনগত সমস্যার কারণে দীর্ঘস্থায়ী নাকে রক্তক্ষরণ হতে পারে এবং নাক দিয়ে পানি পড়তে পারে। কেননা এ সময় নাকের ভেতর দিয়ে বাতাস ফুসফুসে যেতে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আবার কিছু কিছু মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট এর কারণেও নাকের সর্দির কারণ হতে পারে। বিশেষ করে ডিকনজেস্ট্যান্ট স্প্রে বেশি প্রভাব ফেলতে পারে। যার ফলে ওষুধ প্রয়োগ বন্ধ হয়ে গেলে নাক দিয়ে সর্দি ঝরতে পারে। আবার গর্ভবতী মহিলাদের হরমোনের পরিবর্তনের ফলে নাকের পথ ভুলে যেতে পারে। যার কারনে গর্ভাবস্থার রাইনাইটিসের ক্ষেত্রে নাক দিয়ে সর্দি পড়তে পারে।
নাকের সর্দি দূর করার ঘরোয়া উপায়
আপনার নাকে সর্দি হলে আতঙ্কিত না হয়ে প্রাকৃতিক উপাদানের মাধ্যমে সর্দি দূর করুন সম্পূর্ণ ঘরোয়া উপায়ে। তাই চলুন নাকের সর্দি দূর করার ঘরোয়া উপায় গুলো সম্পর্কে জেনে নিই।
পর্যাপ্ত বিশ্রাম নিন
আপনার নাকের সর্দি দূর করতে হলে প্রথমে আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এ সময় আপনাকে পর্যাপ্ত ঘুমিয়ে নিতে হবে। কারণ সর্দি দূর করার প্রথম উপায় হল পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম। এর ফলে আপনি খুব দ্রুত সর্দি থেকে রক্ষা পেতে পারেন। তাই ঢাকা সর্দি দূর করার ঘরোয়া উপায় হিসেবে পর্যাপ্ত বিশ্রামের কোন বিকল্প নেই।
প্রচুর তরল পান করুন
নাকের সর্দি দূর করতে হলে আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। প্রচুর পানি বা জলপান এর পাশাপাশি প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করুন। কেননা এ সময় শরীরে প্রচুর পরিমাণে পানি বা তরল পদার্থের চাহিদা থাকে। তাই পানি শূন্যতা এড়াতে বিভিন্ন রকম ফলের জুস, চিড়া পানি, বিভিন্ন ধরনের স্যুপ, ডাবের পানি ইত্যাদি পান করুন। বিশেষ করে এ সময় ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন লেবুর জুস বা শরবত পান করা উত্তম। নাকের সর্দির সাথে কাশি থাকলে কাশি দূর করার জন্য মধু খেতে পারেন। তবে ১ বছরের কম বয়সী শিশুদের জন্য এটি পরিহার করতে হবে।
আরো পড়ুন: লেবুর উপকারিতা অপকারিতা এবং পুষ্টিগুণ
নাকের স্যালাইন স্প্রে ব্যবহার
নাক দিয়ে অনবরত সর্দি বা শ্লেষ্মা বের হতেই থাকলে স্যালাইন স্প্রে ব্যবহার করলে উত্তম ফল পাওয়া যায়। এর ফলে নাকের সর্দি বের হয়ে যায় এবং বন্ধ হওয়া নাক খোলাসা হয়ে যায়। তাই আপনার নাকের সর্দি দূর করার ঘরোয়া উপায় হিসেবে নাকের স্যালাইন স্প্রে ব্যবহার করতে পারেন।
হিউমিডিফায়ার ব্যবহার
অনেকে নাকের সর্দি দূর করতে হিউমিডিফায়ার ব্যবহার করে থাকেন। হিউমিডিফায়ার আপনার ঘরে বাতাসের আর্দ্রতা যোগ করে ঘরের বাতাসের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে। এর ফলে ঘরে বাতাসের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকার কারণে নাকের শুষ্কতা কমে যায় এবং নাকের জ্বালাপোড়া কমে যায়। সুতরাং নাকের সর্দিও কমে যায়।
নাকের সর্দি এড়াতে জীবন মান পরিবর্তন
নাকের সর্দির কারণ যদি এলার্জিই হয় তবে ধুলো করা, বিভিন্ন ফুলের পরাগরেণু বা বিভিন্ন পোষা প্রাণীর লোম-খুশকির মত এলার্জেন এড়িয়ে চলতে হবে। বিশেষ করে পরাগরেনুর উচ্চ সিজন্যাল মৌসুমে ঘরের জানালা বন্ধ রাখা এবং বায়ু পরিশোধক ব্যবহার করা উত্তম। ফলে নাকে এলার্জিক প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে এবং সর্দি এড়িয়ে চলা সম্ভব হবে। তাছাড়া নিয়মিত মুখ-হাত ধোয়া এবং অসুস্থ ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা হতে পারে সর্দি থেকে মুক্তি পাওয়ার উপায়। যেসব খাবার, পানীয় এবং পরিবেশ নাকের সর্দির কারণ - সেগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে।
প্রিয় পাঠক এতক্ষণ আমরা নাকের সর্দি দূর করার ঘরোয়া উপায় হিসেবে বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। এরপরেও আপনার নাকের সর্দি দূর না হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নাকের সর্দি দূর করার ট্যাবলেট সেবন করতে পারেন।
FAQ: প্রশ্নোত্তর - নাকের সর্দি দূর করার ট্যাবলেটের নাম কি
১। প্রশ্ন: নাক দিয়ে পানি পড়লে কি করা উচিত?
নাক দিয়ে পানি পড়লে বেশি বেশি তরল জাতীয় খাবার খান, পানি পান করুন, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নাকে কুসুম গরম পানির বাষ্প নিন।
২। প্রশ্ন: কি খেলে এলার্জি কমে?
উত্তর: এলার্জি সৃষ্টি করে এরকম খাবার এড়িয়ে চললে এলার্জি কমে। তবে প্রচুর পানি, তরল জাতীয় খাবার, ভিটামিন সি, ই সমৃদ্ধ ফল ইত্যাদি খেলে এলার্জি কমে।
আরো পড়ুন: ভিটামিন ই এর উপকারিতা ও অপকারিতা
৩। প্রশ্ন: নাকের সর্দি দূর করার উপায় কি?
উত্তর: নাকের সর্দি দূর করার উপায় হল প্রচুর বিশ্রাম নেওয়া, পর্যাপ্ত পানি পান করা, নাকে স্যালাইন স্প্রে ব্যবহার করা, ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করা এবং ভিটামিন সি সমৃদ্ধ ফলের জুস পান করা।
সর্বশেষ কথা - নাকের সর্দি দূর করার ট্যাবলেট
প্রিয় পাঠক নাকের সর্দি দূর করার ট্যাবলেট হিসেবে আপনি ফেক্সোফেনাডিন (Tab. Fexo 120mg), লোরাটাডিন (Tab. Oradin), ডেসলোরাটাডিন (Tab. Deslor 5mg), সেটিরিজিন (Tab. Alatrol) ইত্যাদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এসব ট্যাবলেট সেবনের পাশাপাশি আপনি ঘরোয়া উপায় গুলো মেনে চলতে পারেন। আশা করি আজকের নাকের সর্দি দূর করার ট্যাবলেট এর নাম কি শিরোনামের লেখাটি পড়ে উপকৃত হয়েছেন। লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো। এ সম্পর্কে আরো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url