ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়: সম্পূর্ণ গাইড ২০২৫

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়: সম্পূর্ণ গাইড ২০২৫।আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক আপনি কি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়, মেয়েদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ক্রিম, ছেলেদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির খাবার, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ফেসপ্যাক ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে চান? তাহলে আজকের এই বিশেষ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির প্রাকৃতিক উপায় সম্পর্কিত লেখাটি শুধু আপনার জন্যই।
ঘরোয়া-টিপস-উজ্জ্বল-ত্বকের-জন্য
ঘরোয়া-টিপস-উজ্জ্বল-ত্বকের-জন্য। ছবি - এআই
মানুষের সৌন্দর্যের আসল রূপ লুকিয়ে থাকে তার ত্বকের উজ্জ্বলতায়। নিস্তেজ, ক্লান্ত ও দাগ যুক্ত যতই ঢাকার চেষ্টা করি না কেন, তা মুখের প্রাণ চাঞ্চল্যকে হারিয়ে ফেলে। উজ্জ্বল ত্বক শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রতীক নয়, বরং এটি আমাদের সুস্বাস্থ্য, যত্ন এবং জীবন যাপনের বাস্তব প্রতিচ্ছবি। তবে প্রতিদিনের ব্যস্ততা, পরিবেশের দূষণ, সূর্যের তাপ, মানসিক চাপ আর অযত্নের কারণে আমাদের ত্বকের স্বাভাবিক দীপ্তি ম্লান হয়ে যায়। তখন অনেকেই দ্রুত সমাধানের খোঁজে দামি কসমেটিক্স বা কেমিক্যাল ট্রিটমেন্টের দিকে ঝুকে পড়েন। কিন্তু সত্য হলো - ত্বকের প্রকৃত উজ্জ্বলতা আসে ভেতর থেকে; স্বাস্থ্যকর খাদ্যাভাস, প্রাকৃতিক উপাদান এবং নিয়মিত যত্নই ত্বককে দেয় স্থায়ী দীপ্তি।

আজকের লেখায় আমরা ধাপে ধাপে (Step by Step) জানবো - ত্বকের উজ্জ্বলতা কেন কমে যায়, কোন কোন ঘরোয়া উপায়ে তা ফেরানো সম্ভব, সঠিক খাদ্যাভাস এবং লাইফস্টাইল এর ভূমিকা, আর বাস্তবসম্মত স্কিন কেয়ার টিপস সম্পর্কে। আপনি যদি সত্যিই চান আপনার ত্বককে আবারো প্রাণবন্ত, স্বাস্থ্যোজ্জ্বল ও আকর্ষণীয় করতে, তবে এই Fair Skin Home Remedy গাইড আপনার জন্য সঠিক সঙ্গী হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ঘরোয়া উপায় সম্পর্কে।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়: সম্পূর্ণ গাইড ২০২৫

প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় জানুন। ঘরোয়া টিপস, ডায়েট, স্কিন কেয়ার রুটিন ও স্বাস্থ্যকর অভ্যাসে পান দাগ হীন উজ্জ্বল, মসৃণ ও আকর্ষণীয় ত্বক। সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বক সবারই কাম্য। নিখুঁত উজ্জ্বল ত্বক শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং এটি আমাদের সামগ্রিক স্বাস্থ্যের প্রতিফলন। কিন্তু ধুলোবালি, দূষণ, আলো বাতাস, রোদ, অস্বাস্থ্যকর খাদ্যাভাস, মানসিক চাপ এবং ত্বকের পর্যাপ্ত যত্নের অভাবে আমাদের ত্বক প্রায়শই নিস্তেজ ও মলিন হয়ে যায়। আত্মবিশ্বাস কমে যায় আর আমাদের ব্যক্তিত্বের ওপরও এর বিশেষ প্রভাব পড়ে। তাই আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়: সম্পূর্ণ গাইড ২০২৫ মেনে চললে আপনি সহজেই হেলদি, দাগহীন ও উজ্জ্বল ত্বক পেতে পারবেন।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ঘরোয়া উপায়

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির প্রাকৃতিক ও কার্যকর কিছু উপায় জেনে নেওয়া উচিত, যা আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। সঠিক স্কিন কেয়ার রুটিন মেনে চলা, স্বাস্থ্যকর খাদ্যাভাস গড়ে তোলা, পর্যাপ্ত পানি পান করা, দৈনিক পর্যাপ্ত ঘুম, সূর্যের আলো থেকে দূরে থাকা এবং মানসিক চাপ কমানোর মাধ্যমে ত্বকের স্বাস্থ্য ঠিক রাখা সম্ভব। তাহলে চলুন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
উজ্জ্বল-ত্বক-পাওয়ার-ঘরোয়া-পদ্ধতি
উজ্জ্বল-ত্বক-পাওয়ার-ঘরোয়া-পদ্ধতি। ছবি - এআই

দৈনিক সঠিক স্কিন কেয়ার রুটিন মেনে চলা

  • প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে ও রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।
  • নিজের ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করুন।
  • সপ্তাহে অন্তত ২ বার ত্বক স্ক্রাব করুন।
  • নিয়মিত টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।

স্বাস্থ্যকর খাদ্যাভাস গড়ে তোলা

  • ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন লেবু, কমলা, আঙ্গুর ইত্যাদি খেতে পারেন।
  • নিয়মিত ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন বাদাম, বীজ, পালং শাক ইত্যাদি খাবার তালিকায় রাখুন।
  • ভিটামিন সমৃদ্ধ সবুজ শাকসবজি দৈনিক খাবারের তালিকায় রাখুন।
  • ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ উজ্জ্বল ত্বকের সহায়ক।
  • দুধ এবং দই ত্বকের উজ্জ্বলতা ও মোলায়েমতা রক্ষা করে।
উপরোক্ত স্বাস্থ্যকর খাদ্যাভাস আপনার ত্বকের কোলাজেন বাড়িয়ে তোলে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে। ফলে আপনার ত্বক হবে মসৃণ, কোমল, গ্লোয়িং এবং আকর্ষণীয়।

দৈনিক পর্যাপ্ত পানি পান করা

পানি শরীর থেকে টক্সিন বের করে দেই। দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করলে ত্বক ভেতর থেকে হাইড্রেট থাকে ফলে ত্বক থাকে স্বাস্থ্যজ্জ্বল এবং প্রাকৃতিকভাবে সতেজতা বাড়ে। সুতরাং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দৈনিক পর্যাপ্ত পানি পান করার অভ্যাস গড়ে তুলুন।

দৈনিক পর্যাপ্ত ঘুম

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে দৈনিক পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুম না হলে চোখের নিচে কালো দাগ, ফোলা ভাব এবং ত্বকের নিস্তেজতা বেড়ে যায়। তাই প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে দৈনিক পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন।

সূর্যের আলো থেকে দূরে থাকা

সূর্যের অতিবেগুনি রশ্মি আপনার ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে দেয়। তাই দিনের বেলা বাইরে বের হওয়ার পূর্বে আপনার ত্বকে ভালোভাবে সানস্ক্রিন ব্যবহার করে নিন। ফলে আপনার ত্বক সূর্যের আলোতে পুড়ে যাওয়া থেকে রক্ষা পাবে। সুতরাং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সূর্যের আলো এড়িয়ে চলার চেষ্টা করুন।

মানসিক চাপ কমানো

প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে মানসিকভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরি। কেননা স্ট্রেস হরমোন কর্টিসল ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে দেয়। ইয়োগা বা যোগব্যায়াম, মেডিটেশন বা হালকা ব্যায়াম স্ট্রেস কমাতে অত্যন্ত কার্যকর। সুতরাং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মানসিক চাপ কমানোর কোন বিকল্প নেই।
সুতরাং আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সঠিক স্কিন কেয়ার রুটিন মেনে চলুন, দৈনিক সঠিক স্বাস্থ্যকর খাদ্যাভাস গড়ে তুলুন, পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, সূর্যের আলো থেকে দূরে থাকুন, প্রতিদিন পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন এবং মানসিক চাপ বা স্ট্রেস কমানোর চেষ্টা করুন।
ত্বকের-উজ্জ্বলতা-বৃদ্ধির-উপায়
ত্বকের-উজ্জ্বলতা-বৃদ্ধির-উপায়। ছবি - এআই

ঘরোয়া উপায়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

ঘরোয়া উপায়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে আ্যালোভেরা জেল, লেবুর রস, মধু, শশা, হলুদ এবং দই অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে। তাই অনেকেই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া উপায় হিসেবে এগুলো ব্যবহার করে থাকেন। তাহলে চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই।

আ্যালোভেরা জেল

প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আ্যালোভেরা জেলের কোন জুড়ি নেই। ঘরোয়া সৌন্দর্য চর্চার ক্ষেত্রে আ্যালোভেরা জেলকে ত্বকের বন্ধু বলা হয়। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই, আ্যান্টি-অক্সিডেন্ট এবং আ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান, যা ত্বককে ভেতর থেকে পুনর্জীবিত করে। আ্যালোভেরা জেল ত্বককে ঠান্ডা ও সতেজ রেখে ব্রণের দাগ কমায়। এটি নিয়মিত ব্যবহারে ত্বক হয় নরম, মসৃণ এবং প্রাণবন্ত-স্বাস্থ্যোজ্জল।

অ্যালোভেরা জেলের ব্যবহার বিধি

প্রথমেই ফ্রেস অ্যালোভেরার পাতা কেটে জেল বের করে নিন। মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার কটন তোয়ালে দিয়ে মুছে নিন। এরপর পাতলা স্তর করে জেলটি পুরো মুখে লাগে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন এই জেল ব্যবহার করলে তা ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করবে।

পাতিলেবুর রস

লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে ত্বকের দাগ ছোপ কমায়। তবে লেবুর রস সরাসরি আপনার ত্বকে লাগাবেন না। কারণ এতে আপনার ত্বকে জ্বালাপোড়া হতে পারে এবং সাথে অন্যান্য আরো কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই ১ টেবিল চামচ লেবুর রসের সাথে ১ চা চামচ চিনি মিশিয়ে মিশ্রণ করে নিন। তারপর মিশ্রণটি আপনার ত্বকে ধীরে ধীরে ম্যাসাজ করুন। যখন চিনি গলে যাবে তখন মুখ ভালোভাবে স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে খেয়াল রাখবেন, মুখ ধোয়ার পর ভালো কোন ব্র্যান্ডের ময়েশ্চারাইজার আপনার ত্বকে লাগিয়ে নিন। এভাবে পাতি লেবুর রস আপনার ত্বকের অতিরিক্ত তেল ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মধু

মধু ত্বককে হাইড্রেট করে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে প্রাকৃতিক উপাদান গুলোর মধ্যে সবচেয়ে কার্যকর উপাদান হলো মধু; যা ত্বককে নরম রাখে, কালচে ভাব দূর করে এবং বলিরেখা কমিয়ে দিতে পারে। মধুতে আ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান থাকায় তা ত্বকের জীবাণু ধ্বংস করতে সক্ষম। প্রতিদিন ১০ মিনিট মধু আপনার ত্বকে লাগালে ত্বক থাকবে নরম এবং স্বাস্থ্যোজ্জ্বল। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ফলাফল আরো ভালো পেতে হলে মধুর সাথে দুধ, দই, পেঁপে, লেবুর রস, কলা ইত্যাদি মিশিয়ে লাগাতে পারেন।

স্বাস্থ্যোজ্জল ত্বকের যত্নে শসা

প্রাকৃতিক উপাদান শসার রস ত্বকের রোদে পোড়া দাগ কমিয়ে ডার্ক সার্কেল দূর করে। ফলে ত্বক থাকবে সতেজ, হেলদি এবং গ্লোয়িং। শসার রস এবং লেবুর রস একসাথে মিশ্রণ করে লাগালে ত্বক থাকবে সতেজ এবং আকর্ষণীয়।

শসার ব্যবহার পদ্ধতি

প্রথমে ৩ টেবিল চামচ শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। তারপর কাঁচের বোতলে ভালোভাবে মুখ এঁটে মিশ্রণটি সংরক্ষণ করুন। তারপর এই মিশ্রণ দিয়ে দিনে কয়েকবার মুখ মুছে নিন। ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং ত্বককে করে তুলবে কোমল ও মসৃণ।

উজ্জ্বল ত্বকের জন্য হলুদ

আকর্ষণীয় উজ্জ্বল ত্বকের জন্য হলুদের ব্যবহার অপরিসীম। যুগ যুগ ধরে নারীরা উজ্জ্বল ত্বকের যত্নে হলুদের ব্যবহার করে আসছেন। হলুদে রয়েছে কারকিউমিন নামক আ্যান্টি-অক্সিডেন্ট ও আ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান, যা ত্বকের প্রদাহ, ব্রণ, দাগ ও কালচে ভাব কমিয়ে ত্বককে করে তোলে উজ্জ্বল ও চকচকে। তাছাড়া হলুদ সানট্যান ও পিগমেন্টেশন কমিয়ে ত্বককে সমান টোনে আনে।

উজ্জ্বল ত্বকের যত্নে হলুদের ব্যবহার

হলুদ ও দুধের ফেসপ্যাক

প্রথমে ১ চা চামচ কাঁচা হলুদের গুড়োর সাথে ২ টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক থাকবে উজ্জ্বল এবং মোলায়েম।

হলুদ ও মধুর মিশ্রণ

১ চা চামচ হলুদের গুড়োর সাথে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। সমানভাবে মুখে লাগিয়ে ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে পুরো মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালো দাগ দূর করে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। ফলে আপনার তার ত্বক দেখাবে উজ্জ্বল এবং মসৃণ।
এভাবে হলুদের সাথে দই ও লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে আপনার ত্বক থাকবে স্বাস্থ্যোজ্জল এবং আকর্ষণীয়।

লাইফ স্টাইল টিপস

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলে আপনাকে অবশ্যই লাইফ স্টাইল সম্পর্কে সচেতন থাকতে হবে। এজন্য প্রতিদিন ব্যায়াম করার পাশাপাশি খাদ্যাভাস মেনে চলা এবং ক্ষতিকর দিকগুলো এড়িয়ে চলা উচিত। তাহলে চলুন জেনে নেওয়া যাক ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে লাইফ স্টাইল সম্পর্কে জেনে নিই।
  • প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যায়াম করুন।
  • অতিরিক্ত জাঙ্ক ফুড পরিহার করুন।
  • অ্যালকোহল ও ধূমপান এড়িয়ে চলুন।
  • সবুজ চা পান করুন। অযথা বারবার মুখে হাত দেবেন না।
  • মেকআপ ব্যবহার করলে ঘুমোতে যাওয়ার আগেই অবশ্যই ধুয়ে ফেলুন।

যেসব ভুলে ত্বক নষ্ট হতে পারে

  1. দৈনিক পর্যাপ্ত ৭ থেকে ৮ ঘন্টা ঘুম না হওয়া।
  2. দৈনিক পর্যাপ্ত ৮ থেকে ১০ গ্লাস পানি পান না করা।
  3. সরাসরি সূর্যের তাপে দীর্ঘক্ষণ অবস্থান করা।
  4. অতিরিক্ত কফি বা সফট ড্রিঙ্ক পান করা।
  5. অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার খাওয়া।
  6. ময়লা চাদর, বালিশ বা তোয়ালে ব্যবহার করা।

FAQ: ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়

১। প্রশ্ন: কি খেলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়?
উত্তর: লেবু জাতীয় ফল, শশা, টক দই, গ্রিন টি, ফল, টমেটো, অলিভ অয়েল ও পর্যাপ্ত পানি ইত্যাদি খেলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়।

২। প্রশ্ন: কোন ভিটামিন খেলে চেহারা সুন্দর হয়?
উত্তর: ভিটামিন এ, ডি, ই এবং সি খেলে চেহারা সুন্দর হয়। তবে ত্বকের যত্নে সবচেয়ে ভালো ভিটামিন সি যুক্ত লেবু, কমলালেবু ইত্যাদি।

৩। প্রশ্ন: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দ্রুত কোন উপায় কার্যকর?
উত্তর: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পর্যাপ্ত পানি পান, সঠিক খাদ্যাভাস এবং এলোভেরা বা লেবুর রস নিয়মিত ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যায়।

৪। প্রশ্ন: বাজারের ক্রিম নাকি ঘরোয়া উপায় - কোনটি ভালো?
উত্তর: ঘরোয়া উপায় দীর্ঘ মেয়াদে নিরাপদ। তবে ভালো ও সঠিক ব্র্যান্ডের মেডিকেল গ্রেড প্রোডাক্ট ব্যবহার করা যেতে পারে।

৫। প্রশ্ন: ত্বক ফর্সা করা কি সম্ভব?
উত্তর: ত্বক ফর্সা করা সম্ভব নয়, তবে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায়।

৬। প্রশ্ন: দিনে কতবার ফেসওয়াশ ব্যবহার করা উচিত?
উত্তর: দিনে ২ বার ফেসওয়াশ ব্যবহার করা উচিত।

সর্বশেষ কথা - ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়

ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য কোন মেডিকেল সমাধান নেই। তবে নিয়মিত ত্বকের যত্ন, স্বাস্থ্যকর খাদ্যাভাস, পর্যাপ্ত পরিমাণে ঘুম, পর্যাপ্ত পানি পান ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে পায়। সবচেয়ে বড় কথা হলো নিজের ত্বককে ভালোবাসুন এবং সঠিকভাবে নিয়মিত যত্ন নিন। প্রিয় পাঠক এতক্ষণ আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনি লেখাটি পড়ে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকলে শেয়ার করার অনুরোধ রইল যেন আপনার বন্ধু-বান্ধবও লেখাটি পড়ে উপকৃত হতে পারেন। ত্বকের যত্নে আরো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url