কোন ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি কমে যায়

কোন ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি কমে যায়।আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আমাদের আজকের আর্টিকেলে আমরা আপনাদের জানাবো কোন ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি কমে যায়। প্রতিটা মানুষের শরীরেই ভিটামিনের প্রয়োজন। যে কোন ভিটামিনের ঘাটতি হলেই শরীরে নানা রকম রোগ ব্যাধি দেখা দেয়। এগুলোর মধ্যে সবচেয়ে উপরে রয়েছে ভিটামিন বি ১২। কারন ভিটামিন বি এর ঘাটতি হলে শরীরের নানা রকম সমস্যা হয়।
কোন-ভিটামিনের-অভাবে-স্মৃতিশক্তি-কমে-যায়
কোন-ভিটামিনের-অভাবে-স্মৃতিশক্তি-কমে-যায়। ছবি - এআই
যেকোনো ভিটামিন মানব দেহের জন্য অপরিহার্য। তার মধ্যে কিছু কিছু ভিটামিন রয়েছে যেগুলো মানুষের স্মৃতিশক্তির জন্য দায়ী। যেমন ভিটামিন বি ১২ মানব দেহের মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের উপর কাজ করে স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে চলুন বিস্তারিত জেনে নিই কোন ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি কমে যায়।

কোন ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি কমে যায়

কোন ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি কমে যায়? মানব দেহের খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে ভিটামিন। ভিটামিন বি ১২ শরীরে ঘাটতি হলে আপনার স্মৃতিশক্তি কমে যেতে পারে। তাছাড়া, ভিটামিন ডি এবং ভিটামিন কে এর অভাবকেও স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ হিসাবে মনে করা হয়। ভিটামিন বি ১২ শরীরের সরাসরি উৎপন্ন হয় না। এই ভিটামিনের জন্য আমাদের নির্ভর করতে হয় খাবার, ফুড সাপ্লিমেন্ট ও মেডিসিনের উপর। তাছাড়া বিভিন্ন কোম্পানি বাজারে ভিটামিন বি ১২ ঔষধ নিয়ে এসেছে। সেখান থেকেও আমরা ভিটামিন বি ১২ এর অভাব পূরণ করতে পারি।

কেন জরুরী ভিটামিন বি ১২

মানব দেহের স্মৃতিশক্তি বাড়াতে বা ধরে রাখতে খুবই প্রয়োজনীয় ভিটামিন বি ১২। আপনার শরীরে যদি ভিটামিন বি ১২ এর অভাব হয় তবে আপনার ভিটামিন বিবারর অভাবে মানসিক অবসাদ গ্রাস করতে পারে। এ ভিটামিনের অভাব হলে শরীরে বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও রক্তকণিকা ও স্নায়ু কোষের স্বাস্থ্য রক্ষায় ডিএনএ ও জিনগত উপাদান তৈরিতে এবং হাড় ভালো রাখতেও এই ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভিটামিন বি ১২ চুল, নখ ও ত্বক ভালো রাখতেও সাহায্য করে। ভিটামিন বি ১২ থাকে প্রাণিজ খাবারে অপেক্ষাকৃত বেশি পরিমাণে। ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস, সামুদ্রিক মাছের মতো খাবারের ভিটামিন বি ১২ এর উৎস রয়েছে। এছাড়াও আরো কয়েকটি খাবারের ভিটামিন বি ১২ পাওয়া যায়, যেমন দুধ, দুই, ছানা ইত্যাদি। মানবদেহে যদি ভিটামিন এর ঘাটতি হয় তবে চিন্তাশক্তি এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কমে যেতে পারে ভিটামিন বি ১২ এর অভাবে।

আপনার শরীরে যদি ভিটামিন বি ১২ এর পরিমাণ কম থাকে তবে বিভিন্ন রোগ যেমন মস্তিষ্কের স্নায়ু শুকিয়ে যেতে পারে, ফলে বয়সের ভার বাড়ার আগেই স্মৃতি শক্তি দুর্বল হয়ে যেতে পারে আপনার। এছাড়াও ভিটামিন বি ১২ এর অভাবে শরীরের রক্তের ঘাটতি হয়, এর ফলে ত্বক বিবর্ণ হতে শুরু করে এবং চুলের রং বদলে যাওয়ার মত সমস্যাও দেখা যায়।
আপনার মুখে যদি ঘা হয় তবে ভিটামিন বি ২ খাওয়ার পরামর্শ দেন অনেক ডাক্তাররা। এ থেকে বোঝা যায় যে আপনার শরীরে ভিটামিন বি বাড়ার অভাব রয়েছে। আবার আপনার শরীরে যদি ভিটামিন বি ১২ ঘাটতি দেখা যায় তবে ঝিঝি ধরার মতো সমস্যা হয় আপনার পায়ে। এছাড়া দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে অনেকের পা অসাড় হয়ে যায় এটিও কিন্তু শরীর বি ১২ ভিটামিনের লক্ষণ।

ভিটামিন বি কয় ধরনের রয়েছে

কোন একটি ভিটামিন নয় ভিটামিন বি। বরং এই ভিটামিন একটি মস্ত বড় পরিবার। এই পরিবারের মধ্যে রয়েছে আটটি ভিটামিন। এই ভিটামিনকে একত্রে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। আমাদের আর্টিকেলের আজকের এই পর্বে আমরা আপনাদের জানাবো ভিটামিন বি কত ধরনের রয়েছে। কথা না বাড়িয়ে চলুন নিম্নে জেনে নেওয়া যাক ভিটামিন বি কত ধরনের রয়েছে-
  • ভিটামিন বি ১২ (সায়ানাকোবালামিন)
  • ভিটামিন বি ৭ ( বায়োটিন )
  • ভিটামিন বি ৫( প্যান্টোথেনিক অ্যাসিড )
  • ভিটামিন বি ২ ( রাইবোফ্লোবিন )
  • ভিটামিন বি ১ টি ( থিয়ামিন )
  • ভিটামিন বি ৩ ( নিয়াসিন )
  • ভিটামিন বি ৬ (পাইরোডক্সিন)
  • ভিটামিন বি ৯ ( ফোলেট বা ফলিক এসিড )

ভিটামিন বি ১২ কতটুকু খাওয়া উচিত

ভিটামিন বি ১২ খাওয়ার পরিমাণ বয়সের উপর নির্ভর করে। সেজন্য আমাদের আজকের আর্টিকেলের এই পর্বে আমরা আপনাদের জানাবো ভিটামিন বি ১২ কতটুকু খাওয়া উচিত। চলুন নিম্নে জেনে নেওয়া যাক-
  • ১ থেকে ৮ বছর: ১.২ মাইক্রো গ্রাম
  • ৯ থেকে ১৩ বছর: ১.৮ মাইকা গ্রাম
  • ১৪ থেকে ১৮ বছর: ২.৪ মাইক্রগ্রাম
  • প্রাপ্তবয়স্ক: ২.৪ মাইক্রগ্রাম
  • গর্ভবতী যদি হয় তবে: ২.৬ মাইক্রো গ্রাম
  • এবং বুকের দুধ খাওয়ালে সেসব মায়েদের জন্য: ২.৮ মাইক্রগ্রাম।
ভিটামিন বি ১২ ট্যাবলেট এর নাম
ভিটামিন বি ১২ ট্যাবলেট বা ইনজেকশন মানুষের মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। কেননা ভিটামিন বি ১২ মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি করে। ফলে মানুষের মানসিক সমস্যা ও বিষন্নতা থেকে রক্ষা করে ভিটামিন বি ১২। তবে শুধুমাত্র ভিটামিন বি ১২ ট্যাবলেট এর নাম হিসেবে বাজারে পাওয়া যায় না। তবে কিছু কিছু ঔষধ কোম্পানি ভিটামিন বি ১২ ইঞ্জেকশন আকারে বাজারে ছেড়েছে। তাদের মধ্যে কয়েকটি ভিটামিন বি ১২ ইঞ্জেকশন এর নাম হল-
  • Cynomin (জেসন ফার্মা সিউটিক্যালস)
  • Cobal (বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস)
  • Cynovit (কেমিস্ট ল্যাবরেটরীজ লিঃ)।
আশা করি কোন ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি কমে যায় সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন।

ভিটামিন ১২ এর অভাব হলে কখন ডাক্তার দেখাবেন

নিম্নলিখিত লক্ষণগুলো দেখা দিলে বের না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসক ভিটামিন বি ১২ এর অভাবে সম্ভাবনা নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষার পরামর্শ দিতে পারে আপনাকে। আপনার পরীক্ষার পর রিপোর্টের ওপর ভিত্তি করে খাদ্য পরিবর্তনের পরামর্শ দিতে পারেন। অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি যদি চলতে পারেন তবে আপনার শরীরে ভিটামিন ১২ এর অভাব দূর হয়ে যাবে।

উপসংহারঃ কোন ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি কমে যায়

পরিশেষে আমি বলতে চাই যে, আপনি কি কয়েকদিন আগের ঘটনা ভুলে যাচ্ছেন কিংবা কথা বলতে সমস্যা হচ্ছে এমন সমস্যা কিন্তু ভিটামিন বি ১২ এর অভাব ও ডিমেনশিয়ার সাধারণ লক্ষণ যা প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করলে পরবর্তীতে দীর্ঘমেয়াদি সমস্যার কারণ হতে পারে আপনার। সেজন্য উপরে উল্লেখিত লক্ষণগুলি যদি আপনার হয়ে থাকে তবে দেরি না করে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আপনাকে।

আমাদের আজকের কোন ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি কমে যায় আর্টিকেলটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে পড়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হন তবে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবং এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। #Google_Discover #Google_News #Trendy

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url