অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৫

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৫।আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, যেকোন যানবাহন চালনা করার জন্য ড্রাইভিং লাইসেন্স একটি অত্যাবশ্যক বিষয়। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ। বিভিন্ন কারণে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার প্রয়োজন পড়ে। আপনারা যেন খুব সহজেই অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারেন সে জন্য আজকের এই গুরুত্বপূর্ণ লেখাটি।
অনলাইনে-ড্রাইভিং-লাইসেন্স-চেক
অনলাইনে-ড্রাইভিং-লাইসেন্স-চেক।
আমি বিআরটিএ প্রদত্ত অনলাইনে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স চেক করতে চাই। আমাকে দয়া করে অনলাইনে আমার ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়মটি জানান? কিভাবে আমি অনলাইনে আমার ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারব? অথবা কোন ওয়েবসাইটে ড্রাইভিং লাইসেন্স চেক করতে হবে? এসব প্রশ্নের উত্তর আপনি এই অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৫ পোস্টটি পড়লে ভালোভাবেই জানতে পারবেন।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৫

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার সকল নিয়ম-কানুন ভালোভাবে জেনে রাখুন। ঘরে বসে খুব সহজেই অনলাইনে আপনার ড্রাইভিং লাইসেন্সর সকল তথ্য চেক করে নিন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এখন খুব সহজেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্স যাচাই করার সুবিধা দিচ্ছে। আপনি সহজেই রেফারেন্স নাম্বার ব্যবহার করে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস চেক করতে পারবেন। অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সটি রেডি কিনা, সকল তথ্য ঠিক আছে কিনা অথবা ড্রাইভিং লাইসেন্স ভুয়া কিনা - সেটি খুব সহজেই বুঝতে পারবেন। এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং দ্রুত।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) BRTA - এর অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে আপনি সহজেই আপনার ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে পারবেন। নিচের ধাপ গুলি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো:
অনলাইনে-ড্রাইভিং-লাইসেন্স-চেক-করার-নিয়ম-২০২৫
অনলাইনে-ড্রাইভিং-লাইসেন্স-চেক-করার-নিয়ম-২০২৫
প্রথমেই আপনাকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সার্ভিস পোর্টাল (বিএসপি) - BRTA Service Portal (BSP) ওয়েবসাইটে যেতে হবে। বিএসপি বলতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর একটি অনলাইন সেবা প্রদানের মাধ্যমকে বুঝায়, যেখানে প্রশিক্ষণরত (শিক্ষানবিশ) ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ডুপ্লিকেট লাইসেন্স এবং ড্রাইভার, গাড়ির মালিক, গাড়ি বিক্রেতাদের নিবন্ধিত করা হয়। এছাড়াও উপরোক্ত সেবাগুলোর জন্য আবেদন এবং অনলাইনে ফি প্রদান করা যায়। লিখিত তথ্যগুলো যাচাই করার জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্রের সাথে হুবহু তথ্য মিলিয়ে যাচাই করুন।

ড্রাইভিং লাইসেন্স চেক করার পদ্ধতি (ধাপে ধাপে)

1. ওয়েবসাইট: https://bsp.brta.gov.bd/
2. "পোর্টাল থেকে সেবা পেতে এখানে ক্লিক করুন" - এই অপশনে ক্লিক করুন।
3. "যদি আপনি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে" - এই অপশনে ক্লিক করুন।
4. বিআরটিএ সার্ভিস পোর্টাল আপনার ইমেইল বা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
5. "Driving License" অপশনে ক্লিক করুন।
6. "Check Status" বাটনে ক্লিক করুন।
7. আপনার রেফারেন্স নাম্বার এবং জন্ম তারিখ লিখুন।
8. ক্যাপচা কোড পূরণ করুন।
9. "Submit" বাটনে ক্লিক করুন।
উপরের প্রক্রিয়াগুলো যথাযথভাবে সম্পন্ন করার পর আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান অবস্থা দেখতে পাবেন। আশা করি অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম টি বুঝতে পেরেছেন।

BRTA DL Checker | অ্যাপস ব্যবহার করে চেক

যে কারো ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা তা খুব সহজেই এই সফটওয়্যার এর মাধ্যমে চেক করে নেওয়া যায়। এজন্য একটি অ্যান্ড্রয়েড মোবাইলে এই সফটওয়্যার টি নামিয়ে ডাউনলোড করে নিতে হবে।
প্রথমেই গুগল প্লে স্টোরে গিয়ে বিআরটিএ তৈরিকৃত DL Checker অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করে আপনি অনলাইনে মুহূর্তে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করে নিতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সটি কি অবস্থায় আছে অর্থাৎ প্রিন্ট হয়েছে কিনা, লাইসেন্স ঠিক আছে কিনা বা অন্যান্য সকল তথ্য ঠিক আছে কিনা বা ব্যাংকের নির্ধারিত ফি জমা দিয়েছেন কিনা সবকিছু চেক করতে পারবেন।
১। 'DL Checker' অ্যাপটি ইন্সটল করার পর 'Open' এ ক্লিক করে ওপেন করুন। ওপেন হওয়ার সাথে সাথেই প্রথমে আপনার জাতীয় পরিচয় পত্রের সাথে মিল দেখে জন্ম তারিখ দিন। তারপর DL (Driving License) নাম্বার এন্ট্রি করে 'Submit' বাটনে চাপ দিলে আপনার কাজ শেষ। বিআরটিএ এর সার্ভার থেকে আপনার কাঙ্খিত আইডি কার্ডের ছবি দেখাবে।
২। ড্রাইভিং লাইসেন্সটিতে আপনার যাবতীয় তথ্য যেমন আপনার নাম, জন্মতারিখ, লাইসেন্সের মেয়াদ এবং নবায়নের তারিখ, ইস্যুকারী অফিস, কার্ড স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেখাবে।
প্রিয় পাঠক, এভাবেই আপনি আপনার অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন। এই কাজের জন্য সময় নষ্ট করে আপনাকে বিআরটিএ অফিস আর যেতে হবে না। খুব সহজেই অনলাইনে জেনে নিতে পারবেন, আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন।

মোবাইল মেসেজের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম

ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য মোবাইলে মেসেজের মাধ্যমে সিস্টেমটি আবার চালু করা হয়েছে। আপনার মোবাইলের ডায়াল প্যাডে মেসেজের অপশনে গিয়ে লিখে DL লিখে স্পেস দিয়ে রেফারেন্স নম্বর লিখে 26969 নম্বরে পাঠিয়ে দিলে ফিরতে মেসেজে ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্য জেনে নিতে পারবেন। এভাবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি রেডি আছে কিনা, সকল তথ্য ঠিক আছে কিনা, অথবা ড্রাইভিং লাইসেন্সটি ভুয়া কি না - এটি খুব সহজেই বুঝে নিতে পারবেন।
পদ্ধতিটি (Step by Step) নিম্নরূপে অনুসরণ করুন:
১। মোবাইল অপশনে গিয়ে টাইপ করুন: DL<space>Reference Number
২। Send to 26969
এভাবে মেসেজ পাঠিয়ে দিলে ২-৩ মিনিট মধ্যেই ফিরতি মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স এর সকল তথ্য পেয়ে যাবেন। বর্তমানে শুধু মাত্র স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স যাচাই করা যাবে।

FAQ: প্রশ্নোত্তর - অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৫

১। প্রশ্ন: ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানব?
উত্তর: এসএমএস (SMS) এর মাধ্যমে "DL <space> রেফারেন্স নাম্বার" লিখে সেন্ড করুন 26969 নাম্বারে, আপনি ফিরতি মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা জানতে পারবেন।
২। প্রশ্ন: ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদনের ফি কত?
উত্তর: ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদনের ফি: পেশাদার ড্রাইভিং লাইসেন্স (৫ বছর মেয়াদ) ফি - ২,৭৭২ টাকা ভ্যাট সহ এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স (১০ বছর মেয়াদ) ফি - ৪,৪৯৭ টাকা ভ্যাট সহ।
৩। প্রশ্ন: ড্রাইভিং লাইসেন্স না থাকলে জরিমানা কত?
উত্তর: ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে সড়ক পরিবহন আইন - ২০১৮ অনুযায়ী অনধিক ৬ মাসের জেল, অথবা ২৫ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দন্ডে দণ্ডিত হতে পারেন।
৪। প্রশ্ন: ড্রাইভিং লাইসেন্স করতে কতদিন সময় লাগে?
উত্তর: স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পেতে স্বাভাবিক ভাবে ২ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় লাগতে পারে।
৫। প্রশ্ন: ড্রাইভিং লাইসেন্স পেতে কত বয়স লাগে?
উত্তর: ড্রাইভিং লাইসেন্স পেতে হলে - অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে কমপক্ষে ১৮ বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে কমপক্ষে ২১ বছর বয়স হতে হবে।

সর্বশেষ কথা - অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৫

প্রিয় পাঠক, আশা করি উপরের অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৫ লেখাটি মনোযোগ সহকারে পড়েছেন। বৈধ ও দক্ষ চালক হিসাবে গাড়ি চালালে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই আমাদের সকলের উচিত গাড়ি চালানোর সময় অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা। আর এই ড্রাইভিং লাইসেন্স টি বৈধ কিংবা লাইসেন্সটি বিআরটিএ অফিসে কমপ্লিট হয়েছে কিনা তা ঘরে বসেই আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন। এই সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে উপরে উল্লেখ করেছি। অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম লেখাটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের শেয়ার করুন। এরকম আর ভালো ভালো লেখা পড়তে হলে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ২০২৫ লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ।।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url